শিরোনাম
শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রংপুরে দুই শিশু নির্যাতনের ঘটনায় একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় টাকা চুরির অভিযোগ এনে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে আকরাম হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আকরাম হোসেন উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব মোল্লাটারি গ্রামের মৃত আবদুর রহমানের পুত্র। শিশু নির্যাতনের ঘটনায় কাউনিয়া থানার এসআই স্বপন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে টেপামধুপুর ইউনিয়নের রাজীব মোল্লাটারি গ্রামে গ্রেফতার আকরাম হোসেনের ঘরে সিঁধ কেটে ৭০ হাজার টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আকরাম এবং তার ভাই ইয়াকুব ও ইউপি সদস্য ইউনুস আলী বুধবার চুরি করার অপবাদ দিয়ে ওই গ্রামের সামছুল হকের ছেলে শিশু শামীম (১০) এবং চৈতারামোড় গ্রামের মন্তাজ আলীর ছেলে রাসেলকে (৯) গাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করা হয়। পরিবারের লোকজন নির্যাতনের শিকার শামীমকে হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে ইউনুস মেম্বারের লোকজন শিশুটিকে তাড়িয়ে দেয়। নির্যাতনের শিকার আরেক শিশু রাসেলকে রাতে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাউনিয়া থানা ওসি মাসুমুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। মামলার অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর