সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

কুমিল্লা সিটির তফসিল ভোট হতে পারে ঈদের পর

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে রোজার মধ্যে তফসিল ঘোষণা করে ঈদের পর ভোট করার চিন্তা করছে কমিশন। আগামী ৫ এপ্রিল এ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দায়িত্ব নেওয়ার পর প্রথম কমিশন সভা হবে এদিন।

ইসির কর্মকর্তারা বলছেন, ২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটিতে ভোট হয়েছিল। নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব নেওয়ার পর ১৭ মে প্রথম সভা হয়। এ সিটির পাঁচ বছর মেয়াদপূর্ণ হবে এ বছরের ১৬ মে। মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তারা বলছেন, স্থানীয় সরকার বিভাগের অনুরোধ পেলেই আইনি কোনো জটিলতা না থাকলে মধ্য মে’র মধ্যে নির্বাচন করার প্রস্তুতি চলছে। রমজানে ভোট না করলেও তফসিল দেওয়ারও প্রস্তুতি রাখছে ইসি সচিবালয়। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বর্তমান ইসির প্রথম সভা হবে ৫ এপ্রিল। এ সভায় সার্বিক বিষয় পর্যালোচনা করে কুমিল্লার ভোট নিয়ে সিদ্ধান্ত দেবে ইসি। এক্ষেত্রে কোনো জটিলতা না থাকলে রজমানে তফসিল দিয়ে দিতে পারে কমিশন। কুমিল্লা সিটির ভোটের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধেই আমরা স্থানীয় নির্বাচনগুলো করে থাকি। কোনো ধরনের জটিলতা না থাকলে স্থানীয় সরকার বিভাগের ক্লিয়ারেন্স পেলেই সভায় আলোচনা করে কুমিল্লা ভোটের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি জানান, রমজান মাসে ভোট হবে না। তবে মে মাসে নির্বাচন করতে হলে রমজানের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ভোটের তারিখ ঈদের পরে উপযুক্ত সময়ে নির্ধারণ করা হতে পারে। সব কিছু কমিশন সভার পরে জানানো সম্ভব হবে। নতুন ইসির প্রতি সংলাপে কাজের মাধ্যমে আস্থা অর্জন ও অংশগ্রহণমূলক নির্বাচন করা নিয়ে তাগিদের মধ্যে কুমিল্লা ভোট হবে। দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দুটি নির্বাচন হয়। ১০ বছর আগে নির্দলীয় প্রতীকে ভোট হলেও ২০১৭ সালে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হয়। দুই নির্বাচনেই বিএনপি নেতা জয়ী হন ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে।নতুন ইসির প্রথম সভা : ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার জানান, নতুন ইসির প্রথম কমিশন সভায় কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও আটকে থাকা পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়েও আলোচনার বিষয় এজেন্ডায় রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের ইসি যোগ দেন। নিজেদের মেয়াদের এক মাস পূর্ণ হলো কাজী হাবিবুল আউয়াল কমিশনের। এরই মধ্যে ১৩ মার্চ ও ২২ মার্চ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে দুই দফা সংলাপ করেছে। রমজানে তৃতীয় ধাপে সাংবাদিকদের সঙ্গে সংলাপের প্রস্তুতি চলছে। তবে এখনো সংলাপের তারিখ চূড়ান্ত হয়নি।

সর্বশেষ খবর