সালিশে জরিমানা করার জের ধরে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির শিশুপুত্র রাফসানকে (১০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান রত্না (৩৫) গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ এ ঘটনা ঘটানোর জন্য এরশাদ মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ঢেউখালী ইউনিয়নের হরিনা গ্রামের এরশাদ মোল্লার স্ত্রীকে নিয়ে গ্রাম্য সালিশ করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি। সালিশ বৈঠকে এরশাদ মোল্লার স্ত্রীকে জরিমানা করা হয়। একই সঙ্গে এরশাদ মোল্লাকে ভর্ৎসনা করেন ইউপি চেয়ারম্যান। এতে ক্ষিপ্ত হন এরশাদ মোল্লা। এরই জের ধরে গতকাল দুপুরে চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি ও তার পরিবার সদরপুর সদরের পোস্ট অফিসের পাশে শ্বশুরবাড়িতে অবস্থান করার সময় এরশাদ মোল্লা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালান। তিনি চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান রত্না ও শিশুপুত্র রাফসানকে কুপিয়ে আহত করেন। শিশুপুত্র রাফসান ঘটনাস্থলেই মারা যায়। মারাত্মকভাবে আহত দিলজাহান রত্নাকে পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি বাড়িতে ছিলেন না। এদিকে এ ঘটনার পর হরিনা গ্রামের বাসিন্দারা এরশাদ মোল্লার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন। পরে স্থানীয় ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাফসানকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত এরশাদ মোল্লা একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার থেকে লাফ দিয়ে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল রাত আটটার দিকে উপজেলার আটরশি এলাকার একটি টাওয়ার থেকে তিনি ঝাঁপ দেন। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাশের ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি বাজার এলাকায় গণপিটুনির শিকার হন এরশাদের ভাই ইমরান মোল্লা। পুলিশ তাকে উদ্ধারের পর আটক করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী।
শিরোনাম
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
ইউপি চেয়ারম্যানের শিশুপুত্রকে কুপিয়ে হত্যা, স্ত্রী সংকটাপন্ন
ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ দিলেন অভিযুক্ত
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর