মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

তিন পর্যায়ের উদ্যোগ জরুরি

ডা. মুশতাক হোসেন

তিন পর্যায়ের উদ্যোগ জরুরি

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যক্তি উদ্যোগ, সামাজিক উদ্যোগ এবং সরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। আমরা সবাই মোটামুটি জানি কীভাবে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে হয়। সবাই মিলে গুরুত্ব দিয়ে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।’

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ বছরের পর হয়তো করোনা আগের মতো মহামারি আকারে থাকবে না। আমরা যেন শেষ মুহূর্তে বিপদে না পড়ি। সংক্রমণ হার যেন খুব কম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। করোনা আক্রান্ত হলে ঝুঁকি তো থাকেই। করোনা থেকে সুস্থ হলেও পরবর্তী জটিলতায় ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। যারা অসংক্রামক ব্যাধি- যেমন হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগছেন তারা করোনা নিয়ে বিপদে আছেন। করোনা আক্রান্ত হওয়ার পর অনেকের স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে, অনেকে নতুন করে ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন। অসংক্রামক রোগে আক্রান্ত না থাকলেও করোনা নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ করোনা আক্রান্ত হলে শরীরের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।’

 

 

সর্বশেষ খবর