মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

টাকা জোগাড়ে ব্যস্ত বাবা, ঘরেই জন্ম নিল তিন কন্যা

প্রতিদিন ডেস্ক

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রুমা বেগম (৩২) তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তিন নবজাতক ও মা সুস্থ আছেন। গতকাল উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙা মোড়ের টুবরিপাড়া গ্রামের নিজ বাড়িতেই তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। রুমা বেগম ওই গ্রামের আশাদুল প্রামাণিকের স্ত্রী।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান প্রামাণিক বলেন, ‘আশাদুল আমার চাচাতো ভাই। সে কৃষি কাজ করে। ভোরে রুমার প্রসব ব্যথা উঠলে হাসপাতালে নেওয়ার কোনো পূর্বপ্রস্তুতি না থাকায় বাড়িতেই স্বাভাবিক প্রসবের ব্যবস্থা করা হয়। সেখানেই তিন সন্তানের জন্ম দেন তিনি। তিন নবজাতকই সুস্থ আছে।’ নবজাতকের বাবা আশাদুল ইসলাম বলেন, ‘আমাদের আরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সকালে প্রসব বেদনা উঠলে হাসপাতালে নেওয়ার জন্য টাকা সংগ্রহে ব্যস্ত ছিলাম। পরে জানতে পারলাম তিন কন্যাসন্তান হয়েছে। প্রসূতি ও নবজাতকরা সুস্থ আছে।’ তিনি আরও বলেন, ‘অভাবের সংসার। অন্যের জমিতে কৃষিকাজ করি। এ করে সাত সদস্যের পরিবার চালানো কষ্টকর। কোনো চিকিৎসা লাগলে টাকার অভাবে তা-ও সম্ভবও হবে না। নবজাতকদের নাম এখনো রাখিনি।’

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘সদ্য জন্ম নেওয়া নবজাতকদের দেখতে যাচ্ছি। এর আগে ইউনিয়নে এমন ঘটনা ঘটেনি।’

সর্বশেষ খবর