বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
বিভিন্ন স্থানে সামাজিক খুনোখুনি

কুপিয়ে হত্যা করে কেটে নিল কবজি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সবুজ মোল্যা (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের কাজেম মাতুব্বরের ডাঙ্গী এলাকার শহীদ মোল্যার ছেলে। পদ্মা নদী ভাঙনের কারণে গত কয়েক বছর আগে শহীদ মোল্যা বায়তুল আমান এলাকায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। সবুজ বায়তুল আমান বাজারে ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে ফারুক ও প্রত্যয় নামে দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় বাজারে যাচ্ছিলেন সবুজ। পথিমধ্যে আদর্শ একাডেমির সামনে এলে ৬-৭ জনের অস্ত্রধারী সন্ত্রাসী দল সবুজকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে সন্ত্রাসীরা সবুজের বাম হাতের কবজি কেটে নিয়ে চলে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা সবুজকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পর সবুজ মারা যায়। হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্নি চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় সবুজের। নিহত সবুজের পরিবারের অভিযোগ, এলাকার চিহ্নিত কয়েক সন্ত্রাসীর সঙ্গে সবুজের বিরোধ ছিল। তারা বিভিন্ন সময় সবুজকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তাছাড়া বায়তুল আমান বাজার এলাকায় মাদক ও ইন্টারনেট ব্যবসা নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল সবুজের। এরই জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। সবুজ মোল্যার পিতা শহীদ মোল্যা জানান, তার ছেলেকে কারা খুন করেছে তিনি সবকিছুই জানেন। তবে এখনই তিনি তাদের নাম বলবেন না। তিনি বলেন, মামলার পরই সব জানতে পারবেন। এদিকে, বায়তুল আমান বাজারের একাধিক ব্যক্তি জানান, সবুজ মোল্যার চলাফেরা ভালো ছিল না। সে স্থানীয় বেশ কিছু খারাপ ছেলেদের সঙ্গে মিশত। ধারণা করা হচ্ছে, মাদক কিংবা মেয়েলি ঘটনার বিষয় নিয়ে বিরোধের জের ধরে নৃশংসভাবে সবুজকে হত্যা করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, সবুজ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান চালাচ্ছে। সবুজ মোল্যার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী। এ সময় মিছিল থেকে বক্তারা দ্রুতই সবুজ মোল্যার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

সর্বশেষ খবর