শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বাঘাইছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে জেএসএস (চট্টগ্রাম জনসংহতি সমিতি) ও ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সশস্ত্র গ্রুপের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী এ গোলাগুলি হয়।

জানা গেছে, এর আগে গত বুধবার রাঙামাটির লংগদু উপজেলার ছোট কাট্টলী এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের জেলার নানিয়ারচর উপজেলার ইউনিটপ্রধান শ্যামল চাকমা (৩৪) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এরই জের ধরে গতকাল বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে জেএসএস ও ইউপিডিএফের দুই সশস্ত্র গ্রুপ ফের বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। উভয় পক্ষের মধ্যে চলে ঘণ্টাব্যাপী গুলিবিনিময়। এক পর্যায়ে যৌথবাহিনীর বিশেষ দল সেখানে গেলে পালিয়ে যায় সশস্ত্র গ্রুপের লোকজন। এরপর জঙ্গলে তল্লাশি চালিয়ে কোনো হতাহতকে পাওয়া যায়নি। তবে সংঘর্ষে লিপ্তদের তিনজন নিহত হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে বাঘাইছড়ি থানার তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, স্থানীয়দের মুখে বন্দুকযুদ্ধের খবর শুনে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ দল ঘটনাস্থলে যায়। কিন্তু বন্দুকযুদ্ধ কিংবা লোশের কোনো আলামত পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর