নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফুলেল শ্রদ্ধায় কবির সমাধি ঢেকে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা। সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা বের করেন। পরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা। বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ ছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম ও অসীম কুমার দে, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন ও ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম শাকিলসহ অন্যরা। সন্ধ্যায় ছায়ানটের আয়োজনে সংগীত পরিবেশন করেন অরুণ কান্তি, নাসিমা শাহীন ফ্যান্সী, রেজাউল করিম, ধ্রুব সরকার, কল্পনা আনাম, কানিজ হুসনা আহ্ম্মাদী সিম্পী, সুমন মজুমদার, ঐশ্বর্য সমদ্দার, সুস্মিতা দেবনাথ শুচি, মনীষ সরকার, নাহিয়ান দুরদানা, মাকসুদুর রহমান মোহিত খান, মিরাজুল জান্নাত সোনিয়া, মাহমুদুল হাসান প্রমুখ। কুমিল্লা প্রতিনিধি জানান, মৃত্যুবার্ষিকীতে কবির স্মৃতিধন্য শহর কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে নানা অনুষ্ঠানমালা। শিল্পকলা একাডেমিতে কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, নজরুল পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় কবি যেখানে আটক ছিলেন সেই কোতোয়ালি থানায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান। নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে শিশু-কিশোরদের জন্য সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা এবং বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।