শিরোনাম
বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বাসের ধাক্কা, ছিটকে পড়ে নিহত তিতুমীর কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক

বাসের ধাক্কা, ছিটকে পড়ে নিহত তিতুমীর কলেজছাত্রী

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম সাদিয়া আফরিন ঊর্মি (২২)। গতকাল বিকালে সায়েদাবাদ জনপথ বরাবর হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। একই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুলও (২৫) আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সাদিয়ার দুলাভাই আজমল হোসেন বলেন, সাদিয়া ও নাজমুল সম্পর্কে বেয়াই-বেয়াইন। গতকাল বিকালে মোটরসাইকেল নিয়ে বের হলে হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন সাদিয়া। এ সময় অন্য আরেকটি গাড়ি সাদিয়ার মাথার ওপর দিয়ে চলে যায়। পরে নাজমুল ও সাদিয়াকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সাদিয়ার বড় বোন আইরিন সুলতানা রিনি জানান, আমাদের যাত্রাবাড়ীর দনিয়ার বাসা থেকে দুপুরের খাবার খেয়ে দুই মোটরসাইকেলে চারজন বেড়াতে বের হই। পূর্বাঞ্চল ৩০০ ফিট যাওয়ার কথা ছিল। একটি মোটরসাইকেলে আমার স্বামীর সঙ্গে আমি এবং আরেকটি মোটরসাইকেলে সাদিয়া তার বেয়াই নাজমুলের সঙ্গে ছিল। দুর্ঘটনার শিকার হয়ে সাদিয়ার মৃত্যু হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওপরে সায়েদাবাদ জনপথ বরাবর পেছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে সাদিয়াকে বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।

তার বাবার নাম মো. রাশেদ মিয়া এবং মায়ের নাম সাজেদা বেগম। তার গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনপুর উপজেলার কামালপুরে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, কমল পরিবহন নামে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই কলেজছাত্রীর। বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর