বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রস্তুত হয়নি বাস, পেছাল নতুন রুটে নগর পরিবহনের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের শুরুর দিন থেকে যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা নগর পরিবহনের ২২, ২৩ ও ২৬ নম্বর রুটের যাত্রা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ও ২৬ নম্বর রুটে নতুন ১০০ বাস চালুর সম্ভাব্য তারিখ আগামী ১৩ অক্টোবর। আর ২৩ নম্বর রুটের ১০০ নতুন বাস প্রস্তুত করতে একটি কোম্পানিকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কারণ হিসেবে বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘২৩ নম্বর যাত্রাপথে যেহেতু ১০০টি বাস, তাই এগুলো নির্মাণে আরও কিছুটা সময় লাগবে। তবে আমরা কোম্পানিকে সতর্ক করব। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আমরা তাদের সময় বাড়াতে চাইছি। এ বিষয়ে আমরা একমত হয়েছি।’

গতকাল ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের নতুন এই রুটে সব নতুন বাস দিয়ে সেবা চালু হবে। আর আগে চালু      হওয়া ২১ নম্বর রুটে জাহান এন্টারপ্রাইজ কিছু বাস দেওয়ার অঙ্গীকার করেছিল। কিন্তু সময় অনুযায়ী না দেওয়ায় আমরা চুক্তি বাতিল করেছি। একই সঙ্গে এই প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করেছি।’ এই রুটে নতুন বাস সংযুক্ত করার কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন তিনি। ব্যারিস্টার তাপস বলেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর আমাদের চিরুনি অভিযান চলবে। অনুমোদনহীন যেসব বাস পাওয়া যাবে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া নগর পরিবহনের ২১ নম্বর রুটের যাত্রীসেবা ও আয় নিয়ে খুশি ঢাকা দক্ষিণের মেয়র। তিনি জানান, আগস্ট পর্যন্ত এ রুটে ২৪ লাখ যাত্রী চলাচল করেছে নগর পরিবহনের বাসে। এই সময় ৩ কোটি ৬০ লাখ টাকা আয় হয়েছে, যা নিয়ে মালিকরা খুশি। এর আগে ২১ জুন বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা হয়। পরে জানানো হয়, বাস রুট রেশনালাইজেশনের আওতায় ১ সেপ্টেম্বর থেকে নগরীর ২২, ২৩ ও ২৬ নম্বর যাত্রাপথে ঢাকা নগর পরিবহনের আওতায় ২০০ নতুন বাস চালু করা হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও পরিবহন মালিক সংগঠনের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর