রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ট্রেনে উঠতে গিয়ে বাবা মায়ের সামনেই মৃত্যু বিশ্ববিদ্যালয় ছাত্রের

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে ওঠার সময় হাত পিছলে পড়ে গিয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে বলে আবদুলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার জিয়াউল আলম জানান।

নিহত হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তিনি পাবনা জজ কোর্টের আইনজীবী ইসাহক আলীর ছেলে। নিহতের বন্ধু ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, তারা কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহী যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেল জংশনের প্ল্যাটফরমে দাঁড়ালে হাসানুজ্জামান পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে তিনি দৌড়ে ট্রেনের হ্যান্ডল ধরে ওঠার চেষ্টা করেন। কিন্তু পুরির তেলে হাত পিচ্ছিল থাকায় হ্যান্ডল থেকে পিছলে ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফরম ছেড়ে যাওয়ার পর লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। আরিফুল আরও জানান, দুর্ঘটনার সময় ইমতিয়াজের বাবা-মা ট্রেনের ভিতরে ছিলেন। ঘটনায় তাঁরা হতভম্ব হয়ে যান। তাঁরা কারও সঙ্গে কোনো কথা বলছেন না। শুধুই নীরবে কাঁদছেন। স্টেশন মাস্টার জিয়াউল আলম জানান, দুপুরে রেলওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ খবর