খুলনার কয়রায় শামীমা নাসরিন (৩৫) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল ভোর রাতে উপজেলার গিলাবাড়ি কুচির মোড়ের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে জুলাই মাসে শামীমা নাসরিনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছিল। তিনি স্থানীয় আবদুল গফ্ফার গাজীর মেয়ে।
অ্যাসিড নিক্ষেপ ঘটনায় ভুক্তভোগী শামীমা বলেন, প্রতিদিনের মতো তিনি তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শরীরে জ্বালা-পোড়ার অনুভূতিতে জেগে উঠে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাক দেন।
তিনি বলেন, ‘কে বা কারা অ্যাসিড নিক্ষেপ করেছে জানি না। অ্যাসিডে আমার হাত-মুখ বুক পুড়ে গেছে।’ তাকে জায়গীরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ডি এম দোহা বলেন, ব্যাটারির অ্যাসিড জাতীয় কিছুতে শরীরের এ অবস্থা হয়েছে। তবে তরল জাতীয় কিছু ছুড়ে মারলে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি।উল্লেখ্য, গত ১১ জুলাই জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।