রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাগেরহাটে স্ত্রীর ওপর মধ্যযুগীয় বর্বরতা

বাগেরহাট প্রতিনিধি

যৌতুক আদায় করতে না পেরে স্বামী ইয়াসিন আকন (২৮) তার স্ত্রী মিম আক্তারের (১৮) ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি মিমকে নগ্ন করে ভিডিও ধারণ করেন এবং পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে ‘পরকীয়ায় জড়িত’ বলে স্বীকারোক্তি আদায় করেন। এরপর ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

মধ্যযুগীয় বর্বরতার এ ঘটনাটি ঘটে গত বুধবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে। পরে পরিবারের লোকজন শুক্রবার রাতে স্বামীর বাড়ি থেকে মিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মিমের শরীরের সমস্ত জায়গায় রক্তে মাখা ছোপ ছোপ দাগ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে হাসপাতালের বিছানায় শুয়ে নির্যাতনের বর্ণনা দিয়েছেন এই কিশোরী গৃহবধূ। নির্যাতনের শিকার মিম আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, ২০১৯ সালের ১৬ অক্টোবর পরিবারের অমতে ইয়াসিনকে বিয়ে করেন মিম। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি করে আসছিলেন ইয়াসিন। তার দাবিকৃত ২ লাখ টাকা না দেওয়ায় পরকীয়ার মিথ্যা অভিযোগ তুলে এই নির্যাতন চালানো হয়েছে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ববি সাহা বলেন, মিমের শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বাধাসহ মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মিমের স্বামী ইয়াসিন আকন দাবি করেন, সে স্বীকার করেছে যে পরকীয়ায় জড়িত। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, মিম আক্তারকে নির্যাতনের মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সর্বশেষ খবর