রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বরিশালে জাপার দুই গ্রুপে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা জাতীয় পার্টির সভায় দুই গ্রুপে হাতাহাতি হয়েছে। সভার ব্যানারে রওশন এরশাদের ছবি থাকা নিয়ে এই ঘটনা ঘটে। নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমীন হাওলাদারের উপস্থিতিতে এই হাতাহাতি হয়। এ সময় রওশন এরশাদের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন চেয়ারম্যান জি এম কাদেরপন্থিরা। এ নিয়ে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভা পণ্ড হয়ে যায়। এরই ধারাবাহিকতায় গতকাল ঝালকাঠি ও বরগুনায় জাতীয় পার্টির সাংগঠনিক সভাও বাতিল হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা জাতীয় পার্টি কীর্তনখোলা মিলনায়তনে শুক্রবার সাংগঠনিক সভার আয়োজন করে। সভার ব্যানারে রওশন এরশাদের ছবি থাকায় প্রতিবাদ জানান মহানগর জাপার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপসের অনুসারীরা। তখন এর প্রতিবাদ জানান জেলা জাপার আহ্বায়ক মর্তুজার অনুসারীরা। একপর্যায়ে মহানগর জাপার নেতা-কর্মীরা রওশন এরশাদের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে উভয়পক্ষে হাতাহাতি শুরু হয়। প্রধান অতিথি রুহুল আমীন হাওলাদার দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বক্তৃতা দিয়ে দ্রুত সভা শেষ করেন তিনি। মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, সভার ব্যানারে রওশন এরশাদের ছবি দেখে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। তার দাবি- বরিশাল বিভাগ জাতীয় পার্টিকে রওশনপন্থি বানানোর মিশনে নেমেছেন এ বি এম রুহুল আমীন হাওলাদার। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ কে এম মুর্তজা আবেদীন অভিযোগ করেন ব্যানারে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবি না থাকায় এটা পরিকল্পিতভাবে সভা বানচালের চেষ্টা। কো-চেয়ারম্যানের সহধর্মিণী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না আমীন এমপি বলেন, ‘এটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি।’ এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, তিনি রওশনপন্থি কিংবা কাদেরপন্থি নন, এইচ এম এরশাদের জাতীয়পার্টিপন্থি। রওশন এরশাদ ও জি এম কাদেরের বিরোধ পারিবারিক। পার্টির সিনিয়র নেতারা এই বিরোধ নিরসনে কাজ করছেন।

 

সর্বশেষ খবর