বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কুমিল্লা মহাসড়কে তীব্র যানজট

বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কার কাজ চলার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের কুমিল্লার মাধাইয়া থেকে ঢাকামুখী সড়ক একরকম বন্ধ বললেই চলে। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যানবাহনের যাত্রীরা। সকালের দিকে এই জট দুই দিকে ২৫ কিলোমিটার ছাড়িয়ে যায়। সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা সূত্রে জানা গেছে, গৌরীপুর এলাকায় সংস্কার কাজ চলছে। যে কারণে দেশের অর্থনীতির লাইফলাইনখ্যাত এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। মহাসড়কের বিভিন্ন এলাকায় মাইকিং করে যানজটের ভোগান্তি এড়াতে ব্রাহ্মণবাড়িয়া সড়কসহ বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সময় নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ারও অনুরোধ জানানো হয়। এদিকে সড়কে যত্রতত্র যাত্রী উঠানামা না করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হাইওয়ে পুলিশ।

সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, আমরা সর্বোচ্চ প্রচার করে যাচ্ছি যেন মানুষের ভোগান্তি না হয়। সড়কের কাজ বন্ধ রাখলে ভোগান্তি আরও বাড়বে। তাই সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব যেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যাতায়াত করে। এদিকে, দাউদকান্দি প্রতিনিধি জানান, ১৫ দিন ধরে সংস্কার কাজ চলার কারণে প্রতিদিনই ২-৩ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি  হয়। শুক্র ও শনিবার সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে যানজট হয় না।

সর্বশেষ খবর