মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই দফা চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ছয় নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকালে টাউন মাঠের সমাবেশস্থলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক ক্রীড়া সম্পাদক  ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক স্কুলবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ছাত্রলীগ সদস্য হিরোক আহমেদ ও স্বপন আহমেদ। প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৯টার দিকে সমাবেশ শুরুর আগেই আসন দখল নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির সঙ্গে কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এ সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে সম্মেলন শুরু হলে বেলা ১১টার দিকে আবারও একই কারণে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তবে এ সময় কেউ হতাহত হননি। আহত হিরোক আহমেদ বলেন, সম্মেলন সফল করতে আমরা সকাল থেকে মাঠে কাজ করছিলাম। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাফিজুর রহমানের নেতৃত্বে কয়েক যুবক এসে ছাত্রলীগের সাবেক সভাপতির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। আমরা এগিয়ে গেলে তারা হামলা চালায়। এ বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

 

সর্বশেষ খবর