রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কভিডের কারণে ভারত ভ্রমণে নতুন প্রটোকল

নিজস্ব প্রতিবেদক

চীনসহ কয়েকটি দেশে কভিডের মাত্রা বেড়ে যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। গতকাল থেকে কার্যকর নতুন প্রটোকল সকল আন্তর্জাতিক ভ্রমণকারীর জন্য প্রযোজ্য হবে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত নতুন প্রটোকল বিমান, স্থল ও নৌ বন্দরের জন্য প্রযোজ্য হবে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিমানবন্দরে প্রতিটি যাত্রীর থারমাল স্ক্যানিং করা হবে। যদি কোনও যাত্রীর কোভিডের লক্ষণ থাকে তবে তাকে সঙ্গে সঙ্গে পৃথক জায়গায় নিয়ে যাওয়া হবে। এছাড়া দুই শতাংশ যাত্রীর কোভিড টেস্ট করা হবে স্যাম্পল হিসাবে। তাদের নিয়মিত প্রোটোকল অনুযায়ী চিকিৎসা প্রদান করা হবে।

সর্বশেষ খবর