স্থগিত হওয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন ৪ জানুয়ারি। কিন্তু সেখানে নেই নির্বাচনী আমেজ। ইতোমধ্যে গত ২৫ ডিসেম্বর একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন সংবাদ সম্মেলন করে। ফলে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন চারজন প্রার্থী। কিন্তু তাদের যেমন জোরদার প্রচার-প্রচারণা নেই, তেমনি ভোটারদেরও এ নির্বাচন নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। উপনির্বাচনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান ও সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল প্রতীক)। নির্বাচনের সপ্তাহখানেকের মতো সময় বাকি থাকলেও এলাকায় খুবই কম সংখ্যক পোস্টার দেখা গেছে। মাইকযোগে প্রচারের কাজও বেশি হচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার কাজেও নামেননি অধিকাংশ প্রার্থী। এলাকায় হাটবাজার চায়ের দোকানে নেই নির্বাচনী আড্ডা বা জটলা। অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এটি একেবারে নিরুত্তাপ নির্বাচন হতে চলেছে বলে মনে করছেন ভোটাররা। সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার এলাকায় ভোটারদের সঙ্গে কথা হলে তারা বলেন, ১২ অক্টোবরের নির্বাচনের দিন যেসব ঘটনা ঘটেছে তাতে মানুষ শঙ্কিত। বছরখানেক পরই পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে এই স্বল্প সময়ের জন্য নির্বাচন করে কোনো লাভ হবে না। তাই সব মিলিয়ে ভোটারদের আগ্রহ কম। জাতীয় পার্টির প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু বলেন, ১২ অক্টোবর ঠিকভাবে ভোট দিতে না পারায় ভোট নিয়ে মানুষের অনীহা আছে। তারা কাকে ভোট দেবেন তা গত ১২ অক্টোবর ভোট গ্রহণের সময়ই মনে মনে ঠিক করে রেখেছেন। তবে আমরা গত শুক্রবার থেকে গণসংযোগ ও প্রচারণায় নেমেছি। এবার স্বাভাবিকভাবেই আমরা পোস্টার কম লাগিয়েছি। সাঘাটা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু বলেন, আমরা গতবার ভোট স্থগিত হওয়ার কদিন পর থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি। আমাদের দলীয় প্রার্থী মাহমুদ হাসান রিপন গ্রামে গ্রামে গিয়ে ভোট প্রার্থনা করছেন। অন্য প্রার্থীরা নানাভাবে ভোট বন্ধ করে দেওয়ার মানসিকতায় ছিলেন। তাই তাদের প্রচারণা ছিল না, এখন তারা কিছু কিছু প্রচারণা শুরু করেছেন।
শিরোনাম
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে