বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নির্যাতন থেকে বাঁচতে দোতলা থেকে লাফ শিশু গৃহকর্মীর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিনের বিরুদ্ধে তার বাড়ির শিশু গৃহকর্মী সুমাইয়া আক্তারকে (১২) মারধর ও গায়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুরের এসআরটি প্যালেস নামক বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় শিশু সুমাইয়া দোতলা থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে। স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ দগ্ধ ওই শিশু গৃহকর্মীকে উদ্ধার করে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শিশুটির বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।

এ-সংক্রান্ত এক ভিডিও বক্তব্যে শিশুটি জানায়, আবু তাহেরের মেয়ে ফাহমিদা তিমুর ঢাকার বাসা ও আবু তাহেরের কুমিল্লার বাসায় চার বছর ধরে সে কাজ করছে। কাজে দেরি হলে তাহেরের স্ত্রী ও মেয়ে তিমু জালি বেত দিয়ে মারধর করেন এবং গরম পানি ঢালেন। আগের দিনও গরম পানি ঢেলে পা ঝলসে দেন। গতকালও মারধরের পর গরম পানি ঢালতে চাইলে দোতলা থেকে লাফিয়ে পড়ে সে পাশের মেয়েদের হোস্টেলে গিয়ে আশ্রয় নেয়। ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের বলেন, ‘মেয়েটি আমাদের আত্মীয়। আমার স্ত্রী জানিয়েছেন তাকে মারধর করেননি।’

 সে পাপোশে পা পিছলে পড়ায় পায়ে একটু গরম পানি পড়েছে। পাশের হোস্টেলের একটি মেয়ে বিষয়টিকে বড় করেছে।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ মনজুর মোর্শেদ বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর