শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাণিজ্য মেলায় বিশেষ ছাড়ে বিক্রির ধুম

জাহাঙ্গীর আলম হানিফ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

বাণিজ্য মেলায় বিশেষ ছাড়ে বিক্রির ধুম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম দিনে গতকাল ক্রেতা দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে ব্যবসায়ীরা বিশেষ ছাড় ও অফার ঘোষণা করায় বিক্রির ধুম পড়ে স্টল ও প্যাভিলিয়নে। নারায়ণগঞ্জের মেলায় আগত ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি প্রসঙ্গে রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকার দর্শনার্থী এস এম শাহাদাত জানান, লোকসমাগম ও যানজট এড়িয়ে মেলায় ঢুকতে তার আড়াই ঘণ্টা সময় লেগেছে।

সরেজমিন দেখা যায়, লোকে লোকারণ্য মেলায় একটি কিনলে আরেকটি ফ্রি ও কোনো কোনো ক্ষেত্রে ১৫ থেকে ৬০ ভাগ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্যবসায়ীরা। মেলায় ব্যাপক ভিড় ছিল গৃহস্থালি পণ্যের দোকানে। বেচাকেনাও ছিল চোখে পড়ার মতো।  ক্রোকারিজ পণ্য ‘টংঘরের’ বিক্রয় প্রতিনিধি মো. ইকবাল হোসেন জানান, মেলা শেষ উপলক্ষে তারা ২০ ভাগ ছাড় দিচ্ছেন। শাড়ি, থ্রি পিস ও শীতের পোশাকের দোকানেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। নৌশিন জামদানি উইভিং ফ্যাক্টরির মালিক মো. নাঈম জানান, তাদের প্রতিষ্ঠান জামদানি, টাঙ্গাইলসহ বিভিন্ন পণ্যে ৫০ ভাগ পর্যন্ত ছাড় দিচ্ছে। এ জন্য বিক্রি বেড়েছে বলে জানালেন তিনি। কোট ও ব্লেজার বিক্রেতা রায়হান ফ্যাশনের প্রতিনিধি মো. সানোয়ার জানান, ২ হাজার ৬০০ টাকার ব্লেজার বর্তমানে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করছেন। এ ছাড়া ব্যাপক ভিড় ছিল কসমেটিক্স ও গৃহস্থালি পণ্যের ‘১২০ টাকা মূল্যের দোকানে’। পার্শ¦বর্তী সোনারগাঁ থেকে আসা গৃহবধূ মেহেরুন্নেছা সাফা জানান, তিনি ১২০ টাকা মূল্যের প্রায় ২০টি আইটেম কিনেছেন। আরএফএলের বিক্রয় প্রতিনিধি মো. ছানোয়ার হোসেন জানান, মেলা উপলক্ষে তারা ১৫ থেকে ৬০ ভাগ পর্যন্ত ছাড় দিচ্ছেন। এ ছাড়া কিছু পণ্যে একটার সঙ্গে একটা ফ্রি দিচ্ছেন। ডেমরা থেকে আসা গৃহবধূ সাহিবা মাহবুবা জানান, একটি হটপটের সঙ্গে তিনি আরেকটি ফ্রি পেয়েছেন। এ ছাড়া বিশেষ ছাড়ে বাসন, বাটি, জগ, প্লাস্টিকজারসহ বেশ কিছু পণ্য কিনেছেন। মেলার ৪২ নম্বর প্যাভিলিয়নে পর্যটন খাতভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান  গোল্ডসেন্ডস গ্রুপ মেলা উপলক্ষে ২৫ ভাগ পর্যন্ত ছাড় দিচ্ছে তাদের হোটেল ও রিসোর্টের কক্ষ ও অ্যাপার্টমেন্ট ক্রেতাদের। প্রতিষ্ঠানটিতে ১ কোটি টাকা বিনিয়োগে ৫ কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার বিশেষ সুযোগ থাকার কথা জানিয়েছেন গোল্ডসেন্ডস গ্রুপের এজিএম মো. মুহিব আহমেদ। তিনি বলেন, ‘পর্যটন খাতে ভালো ও উচ্চমানের হোটেল, রিসোর্ট ও ক্ষুদ্র বিনিয়োগ করে হালাল টাকা উপার্জনের পথ তৈরি করাই তাদের মূল লক্ষ্য।’ এদিকে, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিক্রয় প্রতিনিধি মো. ইব্রাহিম সরদার জানান, মেলা উপলক্ষে তারা ডায়মন্ডের গয়নায় ২৫ ভাগ ছাড় দিচ্ছেন। এ ছাড়া লাকি কুপন ও তাৎক্ষণিক গিফ্ট দিচ্ছেন তারা। মেলার প্রায় সব স্টল ও প্যাভিলিয়নেই চলছে বিশেষ ছাড়ের সুবিধা। এদিকে মেলার শুরুতে শৈত্যপ্রবাহ ও ক্রেতা দর্শনার্থী কম হওয়ায় আরও সাত দিন বাড়ানোর ব্যবসায়ীদের অনুরোধে সায় দেয়নি আয়োজক প্রতিষ্ঠান উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী। তিনি বলেন, এটি কোনোভাবেই সম্ভব নয়। জানতে চাইলে তিনি আরও বলেন, শুক্রবার মেলায় প্রায় সাড়ে ৩ লাখ লোকের সমাগম হয়েছে। মেলা শেষের দিকে হওয়ায় সব স্টল ও প্যাভিলিয়নে ছিল ৫০ ভাগ পর্যন্ত ছাড়। এ জন্য বিক্রির ধুম পড়েছে। দুই হাত ভরে ক্রেতাদের পণ্য নিয়ে বের হতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর