রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

৩২ জনকে আসামি করে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে আধিপত্য বিস্তার কেন্দ্র করে মহানগর য্বুলীগ-ছাত্রলীগের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন শাকিল (২৫) ও রিমন হাসান (২৬)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের বাউন্ডারি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল বিকালে মহানগর ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম বাদী হয়ে ১২ জনের নামে ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মহানগর যুবলীগের সদস্য শামীমসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান এবং মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনির সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ দুজনকে ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি বলেন, ‘আমার সঙ্গে বা মহানগর ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সঙ্গে কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান বলেন, ‘যুবলীগ নেতা জয়ের সঙ্গে জমিসংক্রান্ত বিষয়ে দরবার হওয়ার কথা ছিল। অনি ৫০-৬০ জনকে নিয়ে জয়ের ওপর হামলা করে। পরে আমাদের লোকজন তাদের ধাওয়া করে ও পাথর মারে।’ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর