রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সাভারে ধসে পড়া ভবন নির্মাণে গাফিলতি তদন্তের নির্দেশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ধসে পড়া ভবন নির্মাণে গাফিলতি তদন্তের নির্দেশ

ঢাকার সাভারে পরমাণু শক্তি কমিশনের অধীনে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ভবন ধসের ঘটনাস্থল গতকাল পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় ঘটনা তদন্তে কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, গাফিলতি চোখে পড়েছে। যদিও বিষয়টি ঠিকাদারের। তবে ভবন নির্মাণ কাজে সরকারের যারা সম্পৃক্ত আছেন, তাদের কতটুকু গাফিলতি রয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। মন্ত্রীর সঙ্গে সিনিয়র সচিব জিয়াউল ইসলাম এনডিসি, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরমাণু শক্তি কমিশন সূত্রে জানা গেছে, এটি পেট সিটি ও সাইক্লোট্রন স্থাপন প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। পরমাণু প্রযুক্তির মাধম্যে ক্যান্সার রোগ নির্ণয় ও নিরাময়ের চিকিৎসা কেন্দ্রের ভবন এটি। শুক্রবার বিকালে নির্মাণাধীন ভবনটির ১২ তলার বিমের ঢালাইয়ের সময় ধসে পড়ে। এতে একজন গুরুতরসহ প্রায় ১৮ জন শ্রমিক আহত হয়।

সর্বশেষ খবর