মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নাসিরনগরে সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামে এ সংঘর্ষ ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১১ মার্চ উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক দরবার শরিফে বার্ষিক ওয়াজ মাহফিল হয়। সেখানে আতুকুড়া গ্রামের দুই যুবকের মধ্যে মাহফিলে বসার জায়গা নিয়ে তর্ক হয়। মাহফিল থেকে ফিরে পরের দিন সন্ধ্যায় (১২ মার্চ) আতুকুড়া গ্রামে গিয়ে আবার তর্কে জড়ায় দুজন। সে সময় দুই ওয়ার্ডের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষ চলে রাত ৮টা পর্যন্ত। পরে পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়। এ সময় পুলিশ, গ্রাম পুলিশসহ উভয়পক্ষের প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়। আহত পুলিশ সদস্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতে অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন- সাফাত উল্লাহ, সারুয়ার মিয়া, মো. হুমায়ুন, বাদল মিয়া, আনু মিয়া, কাউছার মিয়া, শেখ আহমদ, হাকিম মিয়া, ওয়াহিদ মিয়া, সাকেরুল মিয়া, এনায়েত মিয়া, আবুল বাশার, কিতাব আলী, অভি মিয়া, রহমান মিয়া, শরীফ মিয়া, আতাউর রহমান, ছন্দু মিয়া, খাদিম মিয়া, বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই শ্রীবাস, এসআই কামরুল, এসআই আনোয়ার, এসআই হারিস, এসআই নুরে আলম ও গ্রাম পুলিশ গোপাল। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। সংঘর্ষ থামাতে আমাদের ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ খবর