ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামে এ সংঘর্ষ ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১১ মার্চ উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক দরবার শরিফে বার্ষিক ওয়াজ মাহফিল হয়। সেখানে আতুকুড়া গ্রামের দুই যুবকের মধ্যে মাহফিলে বসার জায়গা নিয়ে তর্ক হয়। মাহফিল থেকে ফিরে পরের দিন সন্ধ্যায় (১২ মার্চ) আতুকুড়া গ্রামে গিয়ে আবার তর্কে জড়ায় দুজন। সে সময় দুই ওয়ার্ডের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষ চলে রাত ৮টা পর্যন্ত। পরে পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়। এ সময় পুলিশ, গ্রাম পুলিশসহ উভয়পক্ষের প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়। আহত পুলিশ সদস্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতে অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন- সাফাত উল্লাহ, সারুয়ার মিয়া, মো. হুমায়ুন, বাদল মিয়া, আনু মিয়া, কাউছার মিয়া, শেখ আহমদ, হাকিম মিয়া, ওয়াহিদ মিয়া, সাকেরুল মিয়া, এনায়েত মিয়া, আবুল বাশার, কিতাব আলী, অভি মিয়া, রহমান মিয়া, শরীফ মিয়া, আতাউর রহমান, ছন্দু মিয়া, খাদিম মিয়া, বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই শ্রীবাস, এসআই কামরুল, এসআই আনোয়ার, এসআই হারিস, এসআই নুরে আলম ও গ্রাম পুলিশ গোপাল। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। সংঘর্ষ থামাতে আমাদের ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
শিরোনাম
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
নাসিরনগরে সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর