শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আমি বলব আইওয়াশ

-ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

আমি বলব আইওয়াশ

বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ‘ব্যাংক কোম্পানি আইন সংশোধনকে আমি বলব আইওয়াশ। লোক দেখানো। এতে কোনো লাভ হবে না।’

ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে এক পরিবারের তিনজনের বেশি সদস্য থাকতে পারবেন না। বিদ্যমান আইনে চার পরিচালক রয়েছেন একই পরিবার থেকে। এতে অনিয়ম বন্ধ হবে কি না জানতে চাইলে ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, আমি বলব এগুলো আইওয়াশ। লোক দেখানো। এটা (পরিচালক চারজন থেকে তিনজন) করাতে আসলে কোনো লাভ হবে না। আসল জিনিস হচ্ছে না। যেটা করা দরকার। ইচ্ছাকৃত খেলাপির সংজ্ঞা নিয়েও প্রশ্ন আছে। আর পরিচালক চারজনের স্থলে তিনজন করা হয়েছে। তাতে কী হবে। এটাতে সুফল পাওয়া যাবে কি?’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর