শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ইয়াবা সরবরাহ, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতর ইয়াবা ঢুকিয়ে সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন মো. মাইনুদ্দিন, সোহাগ, মো, জাওয়াদ, শাহরিয়ার রাব্বি, শাওন ও মো. রানা। এ সময় ৬৩ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, মাদক কারবারিরা কক্সবাজার থেকে দুটি প্রাইভেটকারে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কেন্দুয়া কাঞ্চন ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। পরে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০ হাজার পিস এবং অন্যটির গ্যাস সিলিন্ডার কেটে ২৩ হাজার ৭৬৫ পিস ও ১১০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া তাদের থেকে চারটি ড্রাইভিং লাইসেন্স, আটটি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয়পত্র, চারটি হাতঘড়ি ও ১৬ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়। তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে মাদক পরিবহনে নিত্যনতুন কৌশল অবলম্বন করে আসছিলের তারা। কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে তারা চোরাচালানের মাধ্যমে ইয়াবার চালান নিয়ে আসেন। পরে কক্সবাজারের একটি গ্যারেজে বিশেষ পদ্ধতিতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ইয়াবা ঢুকিয়ে ঝালাই করেন। তারা ইয়াবার চালানগুলো বিভিন্ন পরিবহনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশে মাদক কারবারিদের সরবরাহ করেন। এর আগে এ চক্রটি পাঁচ-ছয়টি ইয়াবার চালান একই উপায়ে ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করেছেন বলে স্বীকার করেছেন।

সর্বশেষ খবর