রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
কথায় কথায় হচ্ছে খুন

মসজিদের টাকা নিয়ে লড়াইয়ে গেল প্রাণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে মসজিদের টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জলিল মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জলিল মিয়া ওই গ্রামের মৃত ছখাত মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চাটেরা জামে মসজিদের জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের জলিল মিয়া ও ইয়াছিন মিয়াদের বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ২০ হাজার টাকার হিসাব নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইফতারের পর জলিল মিয়াকে তার বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে ইয়াছিন মিয়া, তার ভাতিজা তারেকুল ইসলাম তারা মিয়াসহ কয়েকজন কুপিয়ে জখম করে। জলিল মিয়ার চিৎকারে ছেলে রনি মিয়া, শাহিদ মিয়া ও ভাগিনা সাঈদ আহমদ ঘটনাস্থলে গেলে তাদেরকেও কোপানো হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রনি মিয়া ও ইয়াছিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জলিল মিয়ার স্ত্রী রিনা বেগম জানান, ইয়াছিন, তার ভাতিজা তারা মিয়া ও তাদের আত্মীয়রা আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তারা আমার ছেলেদেরও কুপিয়েছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

সর্বশেষ খবর