শিরোনাম
শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

দুই দলের বিকল্প লাঙ্গলই পছন্দে

নজরুল ইসলাম বাবুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দুই দলের বিকল্প লাঙ্গলই পছন্দে

এখন পর্যন্ত পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের। শেষ পর্যন্ত এ অবস্থা বিরাজমান থাকলে এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল বিপুল ভোটে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাবুল বলেন, ‘সিলেটের মানুষ আওয়ামী লীগের দুবারের মেয়রের উন্নয়ন দেখেছে। বিএনপির আরিফুল হক চৌধুরীও ১০ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করলেন। কিন্তু নগরবাসী তাদের কাক্সিক্ষত উন্নয়ন পায়নি। উন্নয়নের নামে অপরিকল্পিত কাজ আর লুটপাট দেখেছে নগরবাসী। তাই এবার আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প হিসেবে নগরবাসীর পছন্দে রয়েছে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল।’ সিলেটে লাঙ্গলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে বাবুল বলেন, ‘সিলেটের মানুষ এরশাদকে ভালোবাসে, জাতীয় পার্টিকে ভালোবাসে। কিন্তু তারা মেয়র নির্বাচনে কখনো লাঙ্গলের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ পেয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপির মেয়ররা কাক্সিক্ষত উন্নয়নে ব্যর্থ হওয়ায় মানুষ নগর ভবনে মেয়রের চেয়ারে লাঙ্গলের প্রতিনিধিকে দেখতে চাচ্ছে।’ আরিফুল হক চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ভোটে তেমন প্রভাব পড়বে না মন্তব্য করে বাবুল বলেন, ‘দলীয় সিদ্ধান্তের কারণে আরিফ নির্বাচন বর্জন করেছেন। বিএনপির কিছু নেতা-কর্মী হয়তো ভোটে যাবেন না। কিন্তু সাধারণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবে। তাদের কোনোভাবেই বিএনপি নেতা-কর্মীরা প্রভাবিত করতে পারবেন না।’ বিগত দিনে নগরীতে কোনো পরিকল্পিত উন্নয়ন হয়নি দাবি করে নজরুল ইসলাম বাবুল বলেন, ‘সিলেটে রাস্তা প্রশস্তকরণ, ড্রেনেজব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা ব্যয় করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অপরিকল্পিতভাবে কাজ করে পুরো নগরীকে একটি হযবরল অবস্থায় রাখা হয়েছে। জনদুর্ভোগ লাঘবের চেয়ে আরও বেশি সৃষ্টি করা হয়েছে। এজন্য মানুষ পরিবর্তন চাচ্ছে।’ মেয়র নির্বাচিত হলে ৪২টি ওয়ার্ডের সমন্বয়ে দক্ষ প্রকৌশলী ও বিশেষজ্ঞদের নিয়ে একটি মাস্টারপ্ল্যান করা হবে বলে জানান বাবুল। ওই প্ল্যানের আওতায় পরিকল্পিত উন্নয়ন করা হবে। আর এর মাধ্যমে সিলেট নগরবাসী তাদের কাক্সিক্ষত উন্নয়ন দেখতে পাবে। সিলেট নগরীকে গড়ে তোলা হবে একটি বাসযোগ্য আধুনিক নগরীতে- এমন প্রতিশ্রুতি দেন বাবুল। নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর ওপর শতভাগ আস্থা রেখে নজরুল ইসলাম বাবুল বলেন, ‘ইভিএম নিয়ে মানুষের মধ্যে কিছুটা সংশয় আছে। তবে আমি আশাবাদী এ পুণ্যভূমিতে কোনো কারচুপি হবে না। এখানে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হবে। মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আর মানুষের মধ্যে লাঙ্গল নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে তাতে আমাদের বিজয় শতভাগ নিশ্চিত।’ দলের মধ্যে কোনো কোন্দল নেই দাবি করে বাবুল বলেন, ‘সিলেটে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। মাহবুবুর রহমান নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী একজন নেতা দলের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন। ইতোমধ্যে দল তাকে বহিষ্কার করেছে। এ ছাড়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী নৌকার মঞ্চে উঠে নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন। এজন্য তাকে শোকজ করা হয়েছে। দলীয় ঐক্যের ব্যাপারে হাইকমান্ড খুবই শক্ত অবস্থানে।’ ইভিএম পদ্ধতিতে ভোটদানে যাতে ভোটারদের ফিঙ্গার নিয়ে কোনো ঝামেলা না হয় সে ব্যাপারে তিনি আগেভাগে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর