বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা
সরগরম সিটি নির্বাচনের মাঠ

লিটনবিরোধীদের ভোটে চোখ জাপার

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

লিটনবিরোধীদের ভোটে চোখ জাপার

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার চারজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে একমাত্র হেভিওয়েট প্রার্থী সদ্য সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে জাতীয় পার্টি। অনানুষ্ঠানিক প্রচারণায় নিজের পক্ষে জনসমর্থন টানতে কাজ করছেন দলটির নেতারা। জাতীয় পার্টির লক্ষ্য নিজেদের ভোটব্যাংক ছাড়াও লিটন বিরোধীদের ভোট।

গতকাল নগরীর কাপড়পট্টি এলাকায় নাগরিকদের সঙ্গে কুশলবিনিময় করেছেন জাতীয় পার্টির প্রার্থী, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন। এ সময় তার সঙ্গে দলের মহানগর নেতারা উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম স্বপন বলেন, জাতীয় পার্টির আলাদা ভোটব্যাংক আছে। তারা লাঙ্গলে ভোট দেবেন। এ ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে যে সেন্টিমেন্ট আছে, সেই ভোটগুলো যাতে লাঙ্গলের বাক্সে আসে, সেজন্য তারা কাজ করছেন। জাতীয় পার্টির প্রার্থী বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে তাদের একটা অংশ হয়তো ভোট কেন্দ্রে যাবে না। কিন্তু কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের নিয়ে যাবেন। যারা নৌকায় ভোট দিতে চান না, তারা যেন লাঙ্গলে ভোটটা দেন, সেজন্য আমরা ভোটারদের উদ্বুব্ধ করছি।’ হেভিওয়েট প্রার্থী হলেও বসে নেই আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি নাগরিকদের সঙ্গে কুশলবিনিময় ও নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গতকালও তিনি দুটি কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিকদের প্রতি আহ্বান জানান, তাকে আরেকবার সুযোগ দেওয়ার। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী মাঠে থাকলেও এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের মুরশিদ আলম ফারুকী ও জাকের পার্টির লতিফ আনোয়ারকে মাঠে দেখা যায়নি।

সর্বশেষ খবর