শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

সুইসাইড নোট লিখে রাবি ছাত্রের আত্মহত্যা

রাবি প্রতিনিধি

রাজশাহীর বিনোদপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টুডেন্ট প্যালেস নামে ওই ছাত্রাবাসে নিজ কক্ষে গতকাল তার লাশ পাওয়া গেছে। কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে হতাশাজনিত কারণে তার এ মৃত্যু, ধারণা করা হচ্ছে। ওই শিক্ষার্থীর নাম তানভীর ইসলাম রিতু। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি নীলফামারী জেলা সদর থানার কাঞ্চনপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঝুলন্ত অবস্থায় রিতুর লাশ পাওয়া যায়। তার হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সেই সুইসাইড নোটে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং স্বেচ্ছায় মৃত্যুর কথা উল্লেখ্য করেছেন। ওসি রুহুল আমিন আরও বলেন, পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জানা গেছে, সন্ধ্যা থেকে ছাত্রাবাসে নিজ কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন রিতু। রাতে পরিবার থেকে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া সম্ভব হচ্ছিল না। পরে তার বাবা মেস মালিককে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। তিনি একাধিকবার ডেকেও রিতুর সাড়াশব্দ পাননি। জানালা দিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর        করা হয়েছে।

সর্বশেষ খবর