সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কাঁচা মরিচ, আদা ও টম্যাটো বিক্রি হচ্ছে বছরের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ দামে। সব মিলিয়ে নিত্যপণ্যের মূল্য নিয়ে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষ সংসারের প্রয়োজনীয় চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছেন না। অনেকেই আগের তুলনায় কম বাজার নিয়ে বাসায় ফিরছেন। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। রাজধানীর শনিরআখড়া বাজারে শসা ৬০-৮০, করলা ১০০, উচ্ছে ৮০, পেঁপে ৫০, কাঁকরোল ৬০, গাজর ১০০-১২০, টম্যাটো ২৫০, লম্বা বেগুন ৮০, গোল বেগুন ১০০, ঢ্যাঁড়শ ৬০, পটোল ৬০-৭০, চিচিঙ্গা ৬০-৮০, ধুন্দল ৭০-৮০, শজনে ১০০, বরবটি ৭০, কচুর ছড়া ৭০, গোল আলু ৪৫ ও কাঁচা মরিচ ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি লাউয়ের দাম ৭০-৮০, চালকুমড়া ৫০-৬০ ও মিষ্টিকুমড়া ৪০ থেকে ১০০ টাকা। লেবুর হালি ১০ থেকে ৪০ টাকা। এ ছাড়া বাজারে দেশি পিঁয়াজ ৮০, ভারতীয় পিঁয়াজ ৫০, ক্রস জাতের পিঁয়াজ ৭৫, আদা ৩২০-৩৬০, দেশি রসুন ১৬০, ভারতীয় রসুন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বর্ষাকাল হওয়ায় সবজির দাম বেড়েছে। সবজি বিক্রেতা আবদুল মালেক বলেন, ‘বর্ষাকাল এলে সবজির দাম বাড়ে। কারণ অনেক সবজির গাছ বর্ষাকালে মরে যায়। এতে সবজির ঘাটতি পড়ে তাই দাম বাড়তি হয়। এ ক্ষেত্রে শাকের দাম কিছুটা কম থাকে। ঈদের পরে আজকেই পুরোপুরি বাজার খুলেছে। এর আগের কয়েক দিন সব দোকান ঠিকমতো খোলেনি। এ কারণেই আজ ক্রেতার সংখ্যা বেশি। তবে সব ক্রেতাই বলছেন সবজির দাম অনেক বেশি।’ বাজার করতে আসা চাকরিজীবী হামিদ বিশ্বাস বলেন, ‘আজকে বাজারে সব সবজির দামই বেশি। টম্যাটো ২৫০ ও কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা। দাম কমাতে বলেছিলাম, কিন্তু কমায়নি। তাই আর কিনিনি।’ আরেক ক্রেতা ফছেৎ আহমেদ বলেন, ‘এতদিন কাঁচা মরিচ নিয়ে কত কিছু। প্রতিদিনই দাম ওঠানামা করছে। এখন দেখছি সবজির দামও বেশি।’ সবজি বিক্রেতা শফিক আহমেদ বলেন, ‘সবজির দাম এখন একটু বাড়তিই আছে এটা অস্বীকার করার জো নেই। যখন কম দামে কিনতে পারব তখন কমে বিক্রি করব।’ মাছের বাজারে দেখা যায়, পোয়া ৪০০, তুলার ডাঁটি ৪৫০, গুঁড়া চিংড়ি ও বড় চিংড়ি ৮০০, সুরমা ২৬০ এবং ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৭০০; ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৬০০; ট্যাংরা ৫০০, মৃগেল ২৪০, পাঙ্গাশ ১৮০, বাতাসি ২৮০, রুই ২৫০-৪৫০, কাতলা ৩০০-৫০০, কাঁচকি ৫০০, কই ২৫০, পাবদা ৫০০ ও শিং ৬৫০ টাকা কেজি। এ ছাড়া ব্রয়লার মুরগি ১৭০-১৮০, কক ২৫০-২৬০, দেশি মুরগি ৬৪০ ও গরুর গোশত ৭৮০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শিরোনাম
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
বাজারদর
বাড়ছে সবজি কমেছে মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম