ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় ২ কেজি তরল সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। বৃহস্পতিবার রাতে টয়লেটের পানি নির্গমনের গর্ত থেকে ওইসব সোনা জব্দ করা হয়। এসবের মূল্য ১ কোটি ৮৯ লাখ টাকা।
গতকাল ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরে টিজিআর গুদাম সংলগ্ন ওয়াশরুম ও টয়লেটে অভিযান চালানো হয়। এ সময় টয়লেটের পানি নির্গমনের গর্তে পরিত্যক্ত অবস্থায় নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় আটটি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়- এগুলোতে সোনা রয়েছে। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে এতে কাঁচা সোনার ভেজা পেস্ট পাওয়া যায়। এসব পেস্ট সোনা কষ্টিপাথর এবং অ্যাসিড দিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৪ ক্যারেট পেস্ট আকৃতির ২ কেজি ১০০ গ্রাম সোনা পাওয়া যায়। তবে বিশেষজ্ঞ মতামত অনুযায়ী প্রতি ১০০ গ্রামে ৯.৫০ গ্রাম থেকে ১০ গ্রাম তরল বাষ্পীভূত হওয়ায় জব্দ করা সোনার ওজন হ্রাস পেতে পারে। সে অনুযায়ী জব্দ হওয়া সোনাগুলোর ওজন দাঁড়াবে আনুমানিক ১ কেজি ৮৯০ গ্রাম। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।