যশোরের মণিরামপুরে দুর্বৃত্তের গুলিতে নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পাঁচাকড়ি গ্রামে তার বাড়ির সামনে তাকে গুলি করা হয়। উদয় শংকর ওই গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। জানা গেছে, যুবলীগ নেতা উদয় শংকর নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন। একই সঙ্গে তিনি টেকেরহাট বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানান, পাঁচাকড়ি-টেকেরহাট বাজার থেকে কাঁচাবাজার শেষে সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ে অবস্থান করা অজ্ঞাত পরিচয়ের দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে চলে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর উদয় শংকর রাস্তার পাশে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, কিছুক্ষণ পরেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের স্ত্রী অনিন্দিতা বিশ্বাস অভিযোগ করেন, টেকেরহাট বালিকা বিদ্যালয়ের সভাপতি হওয়াকে কেন্দ্র করে তার স্বামীর সঙ্গে একটি পক্ষের বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। উদয় শংকরের বাড়ির অদূরে চা দোকানের মালিক দশরথ বিশ্বাস জানান, সকালে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তার দোকান থেকে পাউরুটি ও চা পান করেন। তারা চলে যাওয়ার অল্পসময় পরেই গুলির শব্দ শুনতে পান তিনি। মণিরামপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু বলেন, উদয় শংকর আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন। তাকে এভাবে হত্যা করা হয়েছে আমরা বিশ্বাস করতে পারছি না। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও বিচার দাবি করেন তিনি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন, হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
সারা দেশে খুনোখুনি
বাড়ির সামনে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম