দেশের বাজারে সোনার দাম বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের সোনার দাম (২২ ক্যারেট) ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। আজ থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনার দাম নির্ধারণের খবর জানানো হয়েছে। বাজুসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরি ছিল ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৩৯৯ টাকা বেড়ে দাম পড়বে ৮৭ হাজার ১৩ টাকা। আর সনাতন পদ্ধতিতে ১ হাজার ২২৫ টাকা বেড়ে প্রতি ভরির দাম পড়বে ৭২ হাজার ৫৫০ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।