গাজীপুরের বনখড়িয়া এলাকায় গত বুধবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল সকালে এ তথ্য জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হানিফ আলী। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী আরও জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর স্টেশনের অদূরে বুধবার ভোরে গ্যাস কাটার দিয়ে লাইন কেটে ট্রেনে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন ও সাতটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে এবং ৬০০ ফুট রেল সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরপরই জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৪ ঘণ্টা পর রেল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় ট্রেন চলাচলের জন্য লাইনকে উপযোগী করে তোলে। গতকাল ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং নিরাপদে মেরামত করা অংশ দিয়ে চলাচল করে। এ ছাড়াও ময়মনসিংহ থেকে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস ট্রেন মেরামত করা অংশ দিয়ে ঢাকা প্রবেশ করে। জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে বলে তিনি জানান। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকাল ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ্ ইমাম আলী রেজার নেতৃত্বে রেল মন্ত্রণালয়ের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ্ ইমাম আলী রেজা উপস্থিত সাংবাদিকদের বলেন, তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা সকাল বেলা ঘটনাস্থলে আসি সরেজমিন দেখার জন্য। আমরা দেখছি এবং আমরা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেখব এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব, কথা বলে তদন্ত প্রতিবেদন সাবমিট করব। এরই মধ্যে ট্রেনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এসব বিষয় নিয়ে আমরা কথা বলব। এ ছাড়া গতকাল দুপুরে গাজীপুরের বনখড়িয়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম। এ সময় গণমাধ্যম কর্মীদের তিনি জানান, ‘ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক কর্মকান্ড যাতে না ঘটতে পারে, সে ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। পুলিশ, র্যাব, বিজিবি ও সিভিল প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য আসছে। যারা এই নাশকতামূলক কর্মকান্ড চালিয়েছে, তাদের আইডেনটিফাই করার চেষ্টা চলছে।’
শিরোনাম
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০