পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পের মতো অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি সারা দেশে ব্যাপক উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার। বিগত ১৫ বছরের অবকাঠামোগত উন্নয়ন বিশ্বের দরবারে লাল-সবুুজের পতাকার ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশকে গৌরব ও মর্যাদার আসনে উন্নীত করেছে। শেখ হাসিনা সরকারের হাত ধরেই বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে। দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড নিয়ে ‘তোমার চোখে বাংলাদেশ’ শিরোনামের আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। দুই মাসব্যাপী ফেসবুক-কেন্দ্রিক এ প্রতিযেগিতার বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটেছে। দেশব্যাপী এ প্রতিযোগিতায় দেশের সব জেলার সব বয়সের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে জেলা
পর্যায়ের প্রত্যেক বিজয়ী প্রতিযোগীকে একটি করে আইফোন-১৪ এবং বিভাগীয় পর্যায়ের প্রত্যেককে একটি করে ১৫০ সিসি মোটরসাইকেল প্রদান করা হয়। গতকাল রাতে আর্মি গলফ ক্লাবে গার্ডেনে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালের মাধ্যমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এতে অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান মার্শাল শেখ আবদুল হান্নান, বাংলাদেশ পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিনোদন জগতের স্বনামধন্য তারকা ও বরেণ্য মিডিয়া ব্যক্তিত্বরা। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয় পরিবেশন করেন শিল্পীরা। জমকালো এ আসরের উপস্থাপনায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও ছোট পর্দার অভিনেতা সাজু খাদেম।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
তোমার চোখে বাংলাদেশ
আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর