আগামী দুই দিন সারা দেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে কমতে পারে দিনের তাপমাত্রা। গতকাল গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, যা আজ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২৮ জানুয়ারি ছিল ৫ ডিগ্রি। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই অবস্থা থাকবে আগামীকালও। আগামীকাল ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে আগামী সপ্তাহেও। এদিকে গতকালও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বন্ধ ছিল স্কুল। পেটের দায়ে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নিম্নআয়ের মানুষ কাজের উদ্দেশে বের হলেও অনেকেই ফিরেছেন শূন্য হাতে। মেলেনি কাজ। গতকাল ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গোপালগঞ্জে ৯.৩ ডিগ্রি, রাজশাহী বিভাগের নওগাঁর বদলগাছীতে ৯.৭ ডিগ্রি, রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ১১.৬ ডিগ্রি, সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি, চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ৯ ডিগ্রি, খুলনা বিভাগের যশোরে ১১ ডিগ্রি ও বরিশাল বিভাগের ভোলা ও বরিশালে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সব জেলায় পর্যবেক্ষণাগার না থাকায় এখনো পুরো দেশের তাপমাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায় না বলে ঢাকার আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
শিরোনাম
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- সাবেক সংস্কৃতিমন্ত্রী নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার