আগামী দুই দিন সারা দেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে কমতে পারে দিনের তাপমাত্রা। গতকাল গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, যা আজ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২৮ জানুয়ারি ছিল ৫ ডিগ্রি। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই অবস্থা থাকবে আগামীকালও। আগামীকাল ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে আগামী সপ্তাহেও। এদিকে গতকালও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বন্ধ ছিল স্কুল। পেটের দায়ে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নিম্নআয়ের মানুষ কাজের উদ্দেশে বের হলেও অনেকেই ফিরেছেন শূন্য হাতে। মেলেনি কাজ। গতকাল ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গোপালগঞ্জে ৯.৩ ডিগ্রি, রাজশাহী বিভাগের নওগাঁর বদলগাছীতে ৯.৭ ডিগ্রি, রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ১১.৬ ডিগ্রি, সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি, চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ৯ ডিগ্রি, খুলনা বিভাগের যশোরে ১১ ডিগ্রি ও বরিশাল বিভাগের ভোলা ও বরিশালে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সব জেলায় পর্যবেক্ষণাগার না থাকায় এখনো পুরো দেশের তাপমাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায় না বলে ঢাকার আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
শিরোনাম
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ