আগামী দুই দিন সারা দেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে কমতে পারে দিনের তাপমাত্রা। গতকাল গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, যা আজ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২৮ জানুয়ারি ছিল ৫ ডিগ্রি। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই অবস্থা থাকবে আগামীকালও। আগামীকাল ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে আগামী সপ্তাহেও। এদিকে গতকালও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বন্ধ ছিল স্কুল। পেটের দায়ে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নিম্নআয়ের মানুষ কাজের উদ্দেশে বের হলেও অনেকেই ফিরেছেন শূন্য হাতে। মেলেনি কাজ। গতকাল ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গোপালগঞ্জে ৯.৩ ডিগ্রি, রাজশাহী বিভাগের নওগাঁর বদলগাছীতে ৯.৭ ডিগ্রি, রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ১১.৬ ডিগ্রি, সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি, চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ৯ ডিগ্রি, খুলনা বিভাগের যশোরে ১১ ডিগ্রি ও বরিশাল বিভাগের ভোলা ও বরিশালে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সব জেলায় পর্যবেক্ষণাগার না থাকায় এখনো পুরো দেশের তাপমাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায় না বলে ঢাকার আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
শীত কমবে রাতে বাড়বে দিনে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর