আগামী দুই দিন সারা দেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে কমতে পারে দিনের তাপমাত্রা। গতকাল গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, যা আজ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২৮ জানুয়ারি ছিল ৫ ডিগ্রি। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই অবস্থা থাকবে আগামীকালও। আগামীকাল ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে আগামী সপ্তাহেও। এদিকে গতকালও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বন্ধ ছিল স্কুল। পেটের দায়ে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নিম্নআয়ের মানুষ কাজের উদ্দেশে বের হলেও অনেকেই ফিরেছেন শূন্য হাতে। মেলেনি কাজ। গতকাল ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গোপালগঞ্জে ৯.৩ ডিগ্রি, রাজশাহী বিভাগের নওগাঁর বদলগাছীতে ৯.৭ ডিগ্রি, রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ১১.৬ ডিগ্রি, সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি, চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ৯ ডিগ্রি, খুলনা বিভাগের যশোরে ১১ ডিগ্রি ও বরিশাল বিভাগের ভোলা ও বরিশালে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সব জেলায় পর্যবেক্ষণাগার না থাকায় এখনো পুরো দেশের তাপমাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায় না বলে ঢাকার আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
শীত কমবে রাতে বাড়বে দিনে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর