নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়ায় কমলার দিঘিতে জাল ফেলে মিলেছে এক মণ ওজনের তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ। পরে এগুলো ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়।
গতকাল সকালে চরঈশ্বর ইউনিয়নের কমলার দিঘিতে জাল ফেলে এসব মাছ ধরা হয়। মাছ বিক্রি করে সে টাকা ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা রাখা হয়। জানা গেছে, সকালে চরঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ অন্য জনপ্রতিনিধিদের নিয়ে জাল ফেলেন। খবর পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা। দুবার জাল ফেলে এক মণ ওজনের তিনটি কোরাল মাছ পাওয়া যায়। মাছগুলো পরে রিপন বেপারী ১ হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেন।
ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ বলেন, দিঘির পানি কমে এলে প্রতি বছর এভাবে জাল ফেলে মাছ ধরা হয়। মাছ বিক্রি করে টাকা ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা রাখা হয়। বিশাল আকৃতির মাছ হওয়ায় ভালো দাম পাওয়া গেছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা বলেন, ‘পুকুরে যে বিশাল কোরাল মাছ হয় তা আমি আজকেই প্রথম দেখলাম। মাছগুলো দেখলে যে কারও মন ভরে যাবে।’