বাংলাদেশের আকাশের কোথাও গতকাল সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ রবিবার ৭ জুলাই, জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ করে আগামীকাল সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে হিসাবে ৮ জুলাই শুরু হচ্ছে নতুন চান্দ্রবর্ষ বা ১৪৪৬ হিজরি নববর্ষ। আর আগামী ১০ মহররম মোতাবেক ১৭ জুলাই বুধবার দেশব্যাপী পালিত হবে ইসলাম ধর্মের বিশেষ তাৎপর্যময় দিন পবিত্র আশুরা। এ দিন সরকারি ছুটি পালিত হয়। গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আবদুল আউয়াল হাওলাদার। ইসলামিক ফাউন্ডেশন জানায়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৬ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। ইসলামের ইতিহাসে ১০ মহররম পবিত্র আশুরা বিশেষ এক তাৎপর্যময় দিন। নানা ঘটনায় উজ্জ্বল হয়ে আছে চান্দ্রবর্ষের এই দিনটি। আশুরার দিনে হজরত আদমের (আ.) তাওবা কবুল, মহাপ্লাবনের পর নূহ (আ.)-এর নৌকা জুদি পর্বতের ওপর থামা ও ঈসা (আ.)-এর জন্মগ্রহণ, ফেরাউনের হাত থেকে হজরত মূসা (আ.) ও তাঁর অনুসারীদের মুক্তি পাওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। এ দিন (আশুরার দিনে) রোজা রাখার (আশুরার দিনসহ তার আগে ও পরে এক দিন) বিশেষ ফজিলতের কথাও বলা হয়েছে হাদিসে। এ ছাড়া এই আশুরার দিনে ইরাকের কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) মর্মান্তিক শাহাদতবরণ করেন।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
পবিত্র আশুরা ১৭ জুলাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর