বাংলাদেশের আকাশের কোথাও গতকাল সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ রবিবার ৭ জুলাই, জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ করে আগামীকাল সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে হিসাবে ৮ জুলাই শুরু হচ্ছে নতুন চান্দ্রবর্ষ বা ১৪৪৬ হিজরি নববর্ষ। আর আগামী ১০ মহররম মোতাবেক ১৭ জুলাই বুধবার দেশব্যাপী পালিত হবে ইসলাম ধর্মের বিশেষ তাৎপর্যময় দিন পবিত্র আশুরা। এ দিন সরকারি ছুটি পালিত হয়। গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আবদুল আউয়াল হাওলাদার। ইসলামিক ফাউন্ডেশন জানায়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৬ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। ইসলামের ইতিহাসে ১০ মহররম পবিত্র আশুরা বিশেষ এক তাৎপর্যময় দিন। নানা ঘটনায় উজ্জ্বল হয়ে আছে চান্দ্রবর্ষের এই দিনটি। আশুরার দিনে হজরত আদমের (আ.) তাওবা কবুল, মহাপ্লাবনের পর নূহ (আ.)-এর নৌকা জুদি পর্বতের ওপর থামা ও ঈসা (আ.)-এর জন্মগ্রহণ, ফেরাউনের হাত থেকে হজরত মূসা (আ.) ও তাঁর অনুসারীদের মুক্তি পাওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। এ দিন (আশুরার দিনে) রোজা রাখার (আশুরার দিনসহ তার আগে ও পরে এক দিন) বিশেষ ফজিলতের কথাও বলা হয়েছে হাদিসে। এ ছাড়া এই আশুরার দিনে ইরাকের কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) মর্মান্তিক শাহাদতবরণ করেন।
শিরোনাম
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
পবিত্র আশুরা ১৭ জুলাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর