বাংলাদেশের আকাশের কোথাও গতকাল সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ রবিবার ৭ জুলাই, জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ করে আগামীকাল সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে হিসাবে ৮ জুলাই শুরু হচ্ছে নতুন চান্দ্রবর্ষ বা ১৪৪৬ হিজরি নববর্ষ। আর আগামী ১০ মহররম মোতাবেক ১৭ জুলাই বুধবার দেশব্যাপী পালিত হবে ইসলাম ধর্মের বিশেষ তাৎপর্যময় দিন পবিত্র আশুরা। এ দিন সরকারি ছুটি পালিত হয়। গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আবদুল আউয়াল হাওলাদার। ইসলামিক ফাউন্ডেশন জানায়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৬ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। ইসলামের ইতিহাসে ১০ মহররম পবিত্র আশুরা বিশেষ এক তাৎপর্যময় দিন। নানা ঘটনায় উজ্জ্বল হয়ে আছে চান্দ্রবর্ষের এই দিনটি। আশুরার দিনে হজরত আদমের (আ.) তাওবা কবুল, মহাপ্লাবনের পর নূহ (আ.)-এর নৌকা জুদি পর্বতের ওপর থামা ও ঈসা (আ.)-এর জন্মগ্রহণ, ফেরাউনের হাত থেকে হজরত মূসা (আ.) ও তাঁর অনুসারীদের মুক্তি পাওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। এ দিন (আশুরার দিনে) রোজা রাখার (আশুরার দিনসহ তার আগে ও পরে এক দিন) বিশেষ ফজিলতের কথাও বলা হয়েছে হাদিসে। এ ছাড়া এই আশুরার দিনে ইরাকের কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) মর্মান্তিক শাহাদতবরণ করেন।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
পবিত্র আশুরা ১৭ জুলাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর