বাংলাদেশের আকাশের কোথাও গতকাল সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ রবিবার ৭ জুলাই, জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ করে আগামীকাল সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে হিসাবে ৮ জুলাই শুরু হচ্ছে নতুন চান্দ্রবর্ষ বা ১৪৪৬ হিজরি নববর্ষ। আর আগামী ১০ মহররম মোতাবেক ১৭ জুলাই বুধবার দেশব্যাপী পালিত হবে ইসলাম ধর্মের বিশেষ তাৎপর্যময় দিন পবিত্র আশুরা। এ দিন সরকারি ছুটি পালিত হয়। গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আবদুল আউয়াল হাওলাদার। ইসলামিক ফাউন্ডেশন জানায়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৬ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। ইসলামের ইতিহাসে ১০ মহররম পবিত্র আশুরা বিশেষ এক তাৎপর্যময় দিন। নানা ঘটনায় উজ্জ্বল হয়ে আছে চান্দ্রবর্ষের এই দিনটি। আশুরার দিনে হজরত আদমের (আ.) তাওবা কবুল, মহাপ্লাবনের পর নূহ (আ.)-এর নৌকা জুদি পর্বতের ওপর থামা ও ঈসা (আ.)-এর জন্মগ্রহণ, ফেরাউনের হাত থেকে হজরত মূসা (আ.) ও তাঁর অনুসারীদের মুক্তি পাওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। এ দিন (আশুরার দিনে) রোজা রাখার (আশুরার দিনসহ তার আগে ও পরে এক দিন) বিশেষ ফজিলতের কথাও বলা হয়েছে হাদিসে। এ ছাড়া এই আশুরার দিনে ইরাকের কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) মর্মান্তিক শাহাদতবরণ করেন।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল