কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। বন্ধ রয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। ব্রডব্যান্ড ইন্টারনেটেও সামাজিক যোগাযোগের এ দুটি মাধ্যমে ঢুকতে পারছেন না বলে জানান ব্যবহারকারীরা। তবে বিটিআরসি বলছে, মোবাইল ইন্টারনেট বা ফেসবুক বন্ধের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। এ বিষয়ে বিটিআরসি সচিব নূর-ই-খাজা আলামীন বলেন, মোবাইল ইন্টারনেট বন্ধের এমন কোনো নির্দেশনা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি। এ বিষয়ে কিছুই জানি না। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই প্রথমবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। টানা ১০ দিন বন্ধ থাকার পর গত ২৮ জুলাই বেলা ৩টার দিকে মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়। এর সাত দিনের মাথায় আবার মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়। পাঁচ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু ফেসবুকসহ মেটার অন্যান্য প্ল্যাটফরম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া টিকটকও বন্ধ ছিল। এদিকে ২৩ জুলাই ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। ৩১ জুলাই ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ধীরে ধীরে চালু করা হয়। তবে গত শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফরমগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এ নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছিল। তবে সাড়ে পাঁচ ঘণ্টা পর তা পুনরায় চালু করা হয়েছিল।