গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত গতকাল দুদকের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে দেওয়া রায়ে তাদের মামলা থেকে খালাস দেন। এর আগে আদালতে দুদক এ মামলা প্রত্যাহারের আবেদন করে। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও কোর্ট পরিদর্শক আমির হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষ থেকে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৪ ধারা অনুসারে মামলা প্রত্যাহার করে আসামিদের খালাস প্রদান এবং অবরুদ্ধ ও ক্রোককৃত সম্পত্তি অবমুক্তির আবেদন করা হয়। কমিশনের অনুমোদনক্রমে যেহেতু মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাই মামলা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি তারিখের আদেশে দেওয়া অবরুদ্ধকৃত সম্পত্তি অবমুক্ত করা হয়েছে। রায়ে আদালত বলেন, ন্যায়বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত মামলাটি ফৌজদারি দন্ডবিধি আইনের ৪৯৪ ধারা অনুযায়ী মামলা প্রত্যাহারকরত আসামিদের মামলা থেকে খালাস প্রদানসহ অবরুদ্ধ সম্পত্তিসহ অবমুক্ত করার আদেশ প্রদান করা হয়েছে। এ মামলায় যারা আসামি ছিলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান প্রমুখ।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা