রাজধানীর মিরপুরে দুটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাত ৩টায় মিরপুর এফএস স্কয়ার শপিং মলে স্পার্কেল এবং আবান গোল্ডে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ওই দুই দোকানে পরিদর্শন করেছেন সেনা, র্যাব ও পুলিশের সদস্যরা।
গতকাল দোকান মালিক আবান এ প্রতিবেদককে জানান, কী পরিমাণ সোনা চুরি হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে পুলিশ, সিআইডির লোকজন এসে বিস্তারিত নিয়ে গেছে। স্পার্কেল জুয়েলার্সের সাকিব জানান, তাদের দোকানে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার ছিল। মার্কেটের জরুরি বহির্গমন গেট ভেঙে দুজন লোক ভিতরে ঢোকেন। এরপর তাদের দোকানের কেঁচি গেটের ৪টি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভিতরে থাকা সিসি ক্যামেরাগুলোর মুখ তারা বন্ধ রাখেন। তারা প্রায় দুই ঘণ্টা ধরে স্বর্ণালংকারগুলো চুরি করে। তবে তাদের চেহারা দেখা গেছে বলে জানান তিনি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তারা আনুমানিক ২ কোটি টাকার স্বর্ণালংকার চুরির কথা জানিয়েছেন। তবে এখনো তারা সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করে কোনো এজাহার দেননি। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চুরিতে জড়িতদের শনাক্ত করতে পুলিশের টিম কাজ করছে।