শিরোনাম
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ছয় ঘণ্টার বৈঠক, আজ খোলা সব কারখানা

নিজস্ব প্রতিবেদক

সব তৈরি পোশাক কারখানা আজ খোলা থাকবে। শ্রমিক অসন্তোষের কারণে গতকাল যে ১১৯ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল সেগুলোও আজ খোলা থাকবে। গতকাল আশুলিয়া এলাকার কারখানা মালিক ও পোশাক খাতের শ্রমিক ইউনিয়নের নেতাদের দীর্ঘ এক বৈঠকের পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন- বিজিএমইএর একজন পরিচালক আশিকুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সব কারখানা খোলা থাকবে। তিনি বলেন, আশুলিয়া অঞ্চলের কারখানা মালিক এবং আরএমজি ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সম্ভাব্য সমাধানের জন্য একটি দীর্ঘ বৈঠক হয়েছে, সেই বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছয় ঘণ্টার বেশি আলোচনার পর, উভয় পক্ষই সম্মত হয়েছে, নারী-পুরুষ পরিচয়ের ভিত্তিতে নতুন নিয়োগ হবে যোগ্যতা ও কারখানার প্রয়োজনের ভিত্তিতে।

সর্বশেষ খবর