রাজধানী শাহবাগ মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাপায় তানিয়া বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে তানিয়া রিকশার চাপায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। তানিয়ার স্বামী হাসিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) অফিস সহকারী। তিনি বলেন, তানিয়া দাঁতের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য দুপুরে আজিমপুরের ভাড়া বাসা থেকে চার বছর বয়সি মেয়েকে নিয়ে বিএসএমএমইউতে আসছিলেন। তারা যখন রিকশা থেকে নেমে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে ছিল, সে সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা আসছিল। মেয়েকে বাঁচাতে তিনি নিজেই রিকশার চাপায় পড়েন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানিয়ার মৃত্যু হয়। শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দীন শাহীন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রিকশাটি রেখে চালক চা পান করতে গিয়েছিল। একপর্যায়ে রিকশাটি নাকি হঠাৎ চলতে শুরু করলে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও মামলা হবে।