অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তিন জ্যেষ্ঠ স্টাফ নার্সসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপসহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত বাদী হয়ে মামলাটি করেছেন। সিলেটের জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাবিবুর রহমান সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন- হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স ইসরাইল আলী সাদেক, আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব, হাসপাতালে কর্মরত পুলিশ কনস্টেবল জনি চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, নিরাপত্তা প্রহরী আবদুল জব্বার ও সরদার মো. আবদুল হাকিম। এর মধ্যে ইসরাইল আলী সাদেক একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।