নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে লাভলী (২৫) নামে এক সহযোগী গুরুতর আহত হয়েছেন। অপরদিকে জামালপুরের ইসলামপুরে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে ও অস্ত্র-গুলিসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ : বৃহস্পতিবার দিবাগত রাতে আড়াইহাজারের কাহেন্দী এলাকার বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে বিল্লাল (৪৫), তার সহযোগী লাভলীসহ ১০-১২ জনের একটি ডাকাত দল। টের পেয়ে স্থানীয় এলাকাবাসী জাকিরের বাড়ি ঘেরাও করে। ডাকাতরা পালানোর সময় ডাকাত সদস্য বিল্লালকে কাহেন্দী ব্রিজের দক্ষিণ পাশে ওয়াসার লাইনের কাছাকাছি ধরে ফেলে এলাকাবাসী। সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। একই সময়ে সহযোগী লাভলী জীবন বাঁচাতে জাকিরের বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত লাভলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, আমি ডাকাত না। মানুষ দেখে ভয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করি। পরে এলাকার মানুষ আমাকে আটক করে অনেক মারধর করেছে।
খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাত বিল্লালের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করতে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, নিহত বিল্লালের বিরুদ্ধে খুন ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। আটক নারী ডাকাত কিনা তা নিয়ে তদন্ত চলছে।
জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলার চরাঞ্চলে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে সেতাব আলী (৪৫) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। আরও দুই ডাকাতকে গ্রেপ্তার ও শুটারগানসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে ইসলামপুর থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুলকান্দি ইউনিয়নের যমুনার দুর্গমচর জিগাতলা বালুরটিলা এলাকায় বিশেষ অভিযান চালায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতরা টের পেয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী জিগাতলা এলাকার মো. সাত্তারের ছেলে ডাকাত ইসমাইল (৩২) ও দেলবার আলীর ছেলে সুরমান আলীকে (৩৫) আটক করে। পরে পুলিশ আটক দুজনকে নিয়ে আসার সময় খবর পায় স্থানীয় উত্তেজিত জনতা জানিক ব্যাপারীর ছেলে সেতাব আলী (৪৫) নামে আরেক ডাকাতকে গণপিটুনি দিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সেতাব আলীকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেতাব আলীর মৃত্যু হয়।
ফেনীতে গৃহকর্মীকে জবাই করে হত্যা : ফেনী শহরতলির ৬ নম্বর ওয়ার্ড ফলেশ্বর এলাকা থেকে মাসুদা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার (গৃহকর্মী) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা গোলাম ফারুকের ভাই গোলাম কিবরিয়া বকুলের বাসার সোফার নিচ থেকে বৃদ্ধার গলা কাটা লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদা বেগম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পিঠাপাশারী এলাকার মোস্তফা ভূঁঞা বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি গত আট বছর ধরে ফারুক কমিশনারের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। জানা গেছে, গোলাম কিবরিয়া বকুলের ঘরে কাজ করার জন্য গত সোমবার মাসুদা বেগমকে ডেকে আনা হয়। গত চার দিন তিনি সে ঘরেই ছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বাড়ির লোকজন বকুলের ঘরের সোফার নিচে গলা কাটা অবস্থায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ঘটনার তদন্তে নামে।
চট্টগ্রামে গণপিটুনিতে যুবক নিহত : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. রুবেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। রুবেল পেশায় অটোরিকশাচালক। রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, রুবেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।