গাজীপুরে চিকিৎসা দিতে এসে ফেরার সময় অপহরণের শিকার হয়েছিলেন আমিনুর রহমান (৪০) নামে এক চিকিৎসক। এর পর টাকার বিনিময়ে গাজীপুরের একটি স্থান থেকে ছাড়া পেয়ে গতকাল ভোরে আহত অবস্থায় বাসায় ফিরেছেন তিনি। এ তথ্য জানিয়েছেন চিকিৎসক আমিনুর রহমানের চাচাতো ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টন।
মিল্টন বলেন, রাত ৩টা পর্যন্ত অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে কয়েক দফায় টাকা নেয়। এর পর ভোর ৪টার দিকে আহত অবস্থায় তাকে গাজীপুরের হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মাঝামাঝি একটি স্থানে গাড়ি থেকে নামিয়ে দেয় অপহরণকারীরা। ছেড়ে দেওয়ার আগে তার কাছে থাকা ক্রেডিট কার্ড থেকে টাকা, দুটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ নিয়ে গেছে অপহরণকারীরা। এর আগে চিকিৎসকের স্ত্রী লুনার কাছে ফোন দিয়ে অপহরণকারীরা স্বামীকে দফায় দফায় মারধর করে কান্নার শব্দ শুনিয়ে টাকা দাবি করেছিল। আমিনুর রহমান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কচুটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ওই চিকিৎসক বাসায় ফিরেছেন বলে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমরা ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎপরতা চালিয়েছিলাম।