নব্য চাঁদাবাজদের রুখতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ’৭১-এর স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছেন ইসলামপন্থিরা। আগামীতে এমনটা হওয়ার সুযোগ দেওয়া হবে না। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর। জেলা সভাপতি এম এম সালাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম, বরিশাল মহানগর সভাপতি প্রফেসর লোকমান হাকিম প্রমুখ। সম্মেলন শেষে এম এম সালাউদ্দিনকে সভাপতি, সাজিদুর রহমানকে সহ-সভাপতি ও ফয়জুল করিমকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সেশনের বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়।