ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আজ থেকে ৯ দিন বন্ধ থাকবে ব্যাংকও। ছুটি শেষে ব্যাংক খুলবে ৬ এপ্রিল। ছুটির সময়ে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পোশাক খাতের কর্মীদের বেতন-ভাতা দেওয়ার জন্য আজ ও আগামীকাল পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। ঈদের আগে ছুটি শুরু হয়েছে আজ। সরকার ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করায় পরদিন সাপ্তাহিক শুক্র ও শনিবারও ছুটি। সব মিলিয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক ছুটির নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, এটিএম লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক মেশিন চালু রাখা; কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা; এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা; বুথে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরীসহ অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আরও বলা হয়েছে, পয়েন্ট অব সেল লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস মেশিন সেবা নিশ্চিতকরণ; জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন হতে হবে; অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ও কার্ড প্রেজেন্ট লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানির তরফে নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা রাখতে হবে। অন্যদিকে ঈদের ছুটির মধ্যে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২