জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আক্তারের মৃত্যুতে আরও সংকটে পড়েছে তার পরিবার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লামিয়ার মা রুমা বেগম ও ছোট বোন বুশরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে লামিয়ার দাফনের পর তার মা ও বোন অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত ৮টায় পাওয়া খবরে তারা সুস্থ আছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমীন জানান, মানসিক চাপজনিত কারণে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন তারা। এখন তারা ভালো আছেন। এ অবস্থায় স্বজনদের কাউন্সিলিং প্রয়োজন। প্রসঙ্গত, জুলাই আন্দোলনে শহীদ পটুয়াখালীর দুমকীর পাঙ্গাশিয়ার জসিম উদ্দিন হাওলাদারের মেয়ে লামিয়া গত শনিবার রাতে রাজধানীর শেখেরটেকে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে গত ১৮ মার্চ বাবার কবর জিয়ারত করে দাদা বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া।