দুই ছেলে সম্পত্তি লিখে নেওয়ার প্রতিবাদে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন মেয়ে ও স্ত্রী। রবিবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল দুপুরে লাশ সামনে রেখে সমাধানের জন্য সালিশে বসলেও বিকাল ৪টা পর্যন্ত সুরাহা করতে পারেননি এলাকাবাসী। স্থানীয়রা জানান, বড় মরাপাগলা গ্রামের মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী ২০ বছর আগে মারা গেলে হনুফা খাতুন নামে এক নারীকে বিয়ে করেন তিনি। আগের পক্ষের আট সন্তান থাকায় আর সন্তান নেননি তারা। এদিকে প্রায় ১০ বছর আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী হন মাজেদ বিশ্বাস। তখন চিকিৎসার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে সব সম্পত্তি লিখে নেন পুলিশ সদস্য দুই ছেলে আবদুল জব্বার ও লতিফুর রহমান। তখন থেকেই অসুস্থ মাজেদ বিশ্বাস প্রায় অচেতন অবস্থায় ছিলেন। এরই মধ্যে ৯ এপ্রিল হনুফা খাতুনকে তালাকনামা পাঠানো হয়। এটি নিয়ে এলাকায় গুঞ্জন ওঠে, সম্পত্তি নিজেদের করতেই শয্যাশায়ী মাজেদের দুই ছেলে এ কাজ করেছেন। এদিকে রবিবার রাতে মাজেদ বিশ্বাস মারা গেলে দুই ছেলে দাফনের জন্য লাশ গ্রামে নিয়ে আসেন। এ সময় তার স্ত্রী এবং মেয়েরা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে এলাকাবাসীর সহায়তায় দাফন কাজে বাধা দেন। লাশ সামনে রেখে গতকাল দুপুরে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা সালিশে বসলেও এ সংবাদ লেখা পর্যন্ত তারা সমাধানে পৌঁছাতে পারেননি। সালিশে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, ফ্রিজিং গাড়িতে লাশ রেখে মীমাংসায় বসা হয়েছে। কিন্তু অভিযোগ গুরুতর হওয়ায় সহসা সমাধান হচ্ছে না। আজ (গতকাল) এর সমাধান হয় কি না সন্দেহ রয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ