দুই ছেলে সম্পত্তি লিখে নেওয়ার প্রতিবাদে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন মেয়ে ও স্ত্রী। রবিবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল দুপুরে লাশ সামনে রেখে সমাধানের জন্য সালিশে বসলেও বিকাল ৪টা পর্যন্ত সুরাহা করতে পারেননি এলাকাবাসী। স্থানীয়রা জানান, বড় মরাপাগলা গ্রামের মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী ২০ বছর আগে মারা গেলে হনুফা খাতুন নামে এক নারীকে বিয়ে করেন তিনি। আগের পক্ষের আট সন্তান থাকায় আর সন্তান নেননি তারা। এদিকে প্রায় ১০ বছর আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী হন মাজেদ বিশ্বাস। তখন চিকিৎসার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে সব সম্পত্তি লিখে নেন পুলিশ সদস্য দুই ছেলে আবদুল জব্বার ও লতিফুর রহমান। তখন থেকেই অসুস্থ মাজেদ বিশ্বাস প্রায় অচেতন অবস্থায় ছিলেন। এরই মধ্যে ৯ এপ্রিল হনুফা খাতুনকে তালাকনামা পাঠানো হয়। এটি নিয়ে এলাকায় গুঞ্জন ওঠে, সম্পত্তি নিজেদের করতেই শয্যাশায়ী মাজেদের দুই ছেলে এ কাজ করেছেন। এদিকে রবিবার রাতে মাজেদ বিশ্বাস মারা গেলে দুই ছেলে দাফনের জন্য লাশ গ্রামে নিয়ে আসেন। এ সময় তার স্ত্রী এবং মেয়েরা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে এলাকাবাসীর সহায়তায় দাফন কাজে বাধা দেন। লাশ সামনে রেখে গতকাল দুপুরে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা সালিশে বসলেও এ সংবাদ লেখা পর্যন্ত তারা সমাধানে পৌঁছাতে পারেননি। সালিশে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, ফ্রিজিং গাড়িতে লাশ রেখে মীমাংসায় বসা হয়েছে। কিন্তু অভিযোগ গুরুতর হওয়ায় সহসা সমাধান হচ্ছে না। আজ (গতকাল) এর সমাধান হয় কি না সন্দেহ রয়েছে।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
বাবার সম্পত্তি ছেলেরা লিখে নেওয়ায় লাশ দাফনে বাধা মেয়ে-স্ত্রীর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর