দুই ছেলে সম্পত্তি লিখে নেওয়ার প্রতিবাদে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন মেয়ে ও স্ত্রী। রবিবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল দুপুরে লাশ সামনে রেখে সমাধানের জন্য সালিশে বসলেও বিকাল ৪টা পর্যন্ত সুরাহা করতে পারেননি এলাকাবাসী। স্থানীয়রা জানান, বড় মরাপাগলা গ্রামের মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী ২০ বছর আগে মারা গেলে হনুফা খাতুন নামে এক নারীকে বিয়ে করেন তিনি। আগের পক্ষের আট সন্তান থাকায় আর সন্তান নেননি তারা। এদিকে প্রায় ১০ বছর আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী হন মাজেদ বিশ্বাস। তখন চিকিৎসার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে সব সম্পত্তি লিখে নেন পুলিশ সদস্য দুই ছেলে আবদুল জব্বার ও লতিফুর রহমান। তখন থেকেই অসুস্থ মাজেদ বিশ্বাস প্রায় অচেতন অবস্থায় ছিলেন। এরই মধ্যে ৯ এপ্রিল হনুফা খাতুনকে তালাকনামা পাঠানো হয়। এটি নিয়ে এলাকায় গুঞ্জন ওঠে, সম্পত্তি নিজেদের করতেই শয্যাশায়ী মাজেদের দুই ছেলে এ কাজ করেছেন। এদিকে রবিবার রাতে মাজেদ বিশ্বাস মারা গেলে দুই ছেলে দাফনের জন্য লাশ গ্রামে নিয়ে আসেন। এ সময় তার স্ত্রী এবং মেয়েরা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে এলাকাবাসীর সহায়তায় দাফন কাজে বাধা দেন। লাশ সামনে রেখে গতকাল দুপুরে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা সালিশে বসলেও এ সংবাদ লেখা পর্যন্ত তারা সমাধানে পৌঁছাতে পারেননি। সালিশে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, ফ্রিজিং গাড়িতে লাশ রেখে মীমাংসায় বসা হয়েছে। কিন্তু অভিযোগ গুরুতর হওয়ায় সহসা সমাধান হচ্ছে না। আজ (গতকাল) এর সমাধান হয় কি না সন্দেহ রয়েছে।
শিরোনাম
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩
- নাশকতা প্রতিরোধে মাঠে সোনারগাঁ বিএনপি
- দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক
- উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৮ মামলা
- সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক
- মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের : রিজভী
- পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
- মিরপুরে ককটেলসহ একজন গ্রেফতার
- চাপাইনবাবগঞ্জে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত