দুই ছেলে সম্পত্তি লিখে নেওয়ার প্রতিবাদে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন মেয়ে ও স্ত্রী। রবিবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল দুপুরে লাশ সামনে রেখে সমাধানের জন্য সালিশে বসলেও বিকাল ৪টা পর্যন্ত সুরাহা করতে পারেননি এলাকাবাসী। স্থানীয়রা জানান, বড় মরাপাগলা গ্রামের মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী ২০ বছর আগে মারা গেলে হনুফা খাতুন নামে এক নারীকে বিয়ে করেন তিনি। আগের পক্ষের আট সন্তান থাকায় আর সন্তান নেননি তারা। এদিকে প্রায় ১০ বছর আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী হন মাজেদ বিশ্বাস। তখন চিকিৎসার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে সব সম্পত্তি লিখে নেন পুলিশ সদস্য দুই ছেলে আবদুল জব্বার ও লতিফুর রহমান। তখন থেকেই অসুস্থ মাজেদ বিশ্বাস প্রায় অচেতন অবস্থায় ছিলেন। এরই মধ্যে ৯ এপ্রিল হনুফা খাতুনকে তালাকনামা পাঠানো হয়। এটি নিয়ে এলাকায় গুঞ্জন ওঠে, সম্পত্তি নিজেদের করতেই শয্যাশায়ী মাজেদের দুই ছেলে এ কাজ করেছেন। এদিকে রবিবার রাতে মাজেদ বিশ্বাস মারা গেলে দুই ছেলে দাফনের জন্য লাশ গ্রামে নিয়ে আসেন। এ সময় তার স্ত্রী এবং মেয়েরা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে এলাকাবাসীর সহায়তায় দাফন কাজে বাধা দেন। লাশ সামনে রেখে গতকাল দুপুরে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা সালিশে বসলেও এ সংবাদ লেখা পর্যন্ত তারা সমাধানে পৌঁছাতে পারেননি। সালিশে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, ফ্রিজিং গাড়িতে লাশ রেখে মীমাংসায় বসা হয়েছে। কিন্তু অভিযোগ গুরুতর হওয়ায় সহসা সমাধান হচ্ছে না। আজ (গতকাল) এর সমাধান হয় কি না সন্দেহ রয়েছে।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
বাবার সম্পত্তি ছেলেরা লিখে নেওয়ায় লাশ দাফনে বাধা মেয়ে-স্ত্রীর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর