দুই ছেলে সম্পত্তি লিখে নেওয়ার প্রতিবাদে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন মেয়ে ও স্ত্রী। রবিবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল দুপুরে লাশ সামনে রেখে সমাধানের জন্য সালিশে বসলেও বিকাল ৪টা পর্যন্ত সুরাহা করতে পারেননি এলাকাবাসী। স্থানীয়রা জানান, বড় মরাপাগলা গ্রামের মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী ২০ বছর আগে মারা গেলে হনুফা খাতুন নামে এক নারীকে বিয়ে করেন তিনি। আগের পক্ষের আট সন্তান থাকায় আর সন্তান নেননি তারা। এদিকে প্রায় ১০ বছর আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী হন মাজেদ বিশ্বাস। তখন চিকিৎসার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে সব সম্পত্তি লিখে নেন পুলিশ সদস্য দুই ছেলে আবদুল জব্বার ও লতিফুর রহমান। তখন থেকেই অসুস্থ মাজেদ বিশ্বাস প্রায় অচেতন অবস্থায় ছিলেন। এরই মধ্যে ৯ এপ্রিল হনুফা খাতুনকে তালাকনামা পাঠানো হয়। এটি নিয়ে এলাকায় গুঞ্জন ওঠে, সম্পত্তি নিজেদের করতেই শয্যাশায়ী মাজেদের দুই ছেলে এ কাজ করেছেন। এদিকে রবিবার রাতে মাজেদ বিশ্বাস মারা গেলে দুই ছেলে দাফনের জন্য লাশ গ্রামে নিয়ে আসেন। এ সময় তার স্ত্রী এবং মেয়েরা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে এলাকাবাসীর সহায়তায় দাফন কাজে বাধা দেন। লাশ সামনে রেখে গতকাল দুপুরে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা সালিশে বসলেও এ সংবাদ লেখা পর্যন্ত তারা সমাধানে পৌঁছাতে পারেননি। সালিশে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, ফ্রিজিং গাড়িতে লাশ রেখে মীমাংসায় বসা হয়েছে। কিন্তু অভিযোগ গুরুতর হওয়ায় সহসা সমাধান হচ্ছে না। আজ (গতকাল) এর সমাধান হয় কি না সন্দেহ রয়েছে।
শিরোনাম
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
বাবার সম্পত্তি ছেলেরা লিখে নেওয়ায় লাশ দাফনে বাধা মেয়ে-স্ত্রীর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর